পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্বিবংশ অধ্যায়—শ্ৰীমধবাচাৰ্য্যকৃত গ্রন্থাবলী ব্ৰহ্মাদি দেবগণের তারতম্য কথনপূৰ্ব্বক তদীয় সাধন-তারতম্য নিরূপণ, র্তাহীদের ভগবদবিষয়ক অপরোক্ষ জ্ঞানবিষয়ে বৈশিষ্ট্য কথন, কৰ্ম্মাদি সাধনসমূহের পারস্পৰ্য্য-ক্রমনির্ণয়, দ্বেষের বিরোধিত স্থাপন, শাস্ত্রব্যাখ্যানফলের উত্তরোত্তর আধিক্য-কথন, চতুর্থাধ্যায়ে উপাসনার ক্রম, স্বজ্য দেবগণের স্রষ্টপুরুষগণে লয় কথন, মনুষ্যগণের অচিরাদিমার্গনিরূপণ, পরমতোক্ত মোক্ষের ক্রম ও স্বরূপ নিরাকরণ, মোক্ষে সাযুজ্য, সারূপ্য, সালোক্য ও সামীপ্যরূপ প্রকার চতুষ্টয় উল্লেখপূর্বক তন্মধ্যে আনন্দের তারতম্য-কথন ও অনেক প্রমাণদ্বারা তৎসংস্থাপন, মুক্তগণের সংসারে পুনরাবৃত্তি নিষেধ এবং মোক্ষে ব্ৰহ্মাদি দেবগণের তারতম্যরূপেই আনন্দভোগ নিরূপিত ও ব্যাখ্যাত হইয়াছে। ৫ । প্রমাণ-লক্ষণ—প্রত্যক্ষ, অনুমান ও আগমরূপ ত্রিবিধ প্রমাণ কথন ; প্রত্যক্ষাদির বিভাগপূর্বক বিষয়-নিরূপণ ; প্রত্যক্ষাদির প্রতিবন্ধক দোষসমূহের বর্ণন ; পরোক্ষ প্রমাণ-ব্যবস্থার সংক্ষেপে নিরাকরণাদি এই গ্রন্থে প্রদর্শিত হইয়াছে । ৬ । কথা-লক্ষণ—বাদ, জল্প ও বিতণ্ডারূপ কথাত্রয়ের স্বরূপনিরূপণ, তদধিকারিনিরূপণ, প্রশ্নকৰ্ত্তার স্বরূপবিচার, প্রশ্নকৰ্ত্তার অভাবে কথ্যকরণে দোষ, জয়-পরাজয়-নির্ণয়-প্রণালী ও নিগ্ৰহস্থান-নিরূপণ ভূতিই এই গ্রন্থের বিষয় । ৭ । উপাধি-খণ্ডন—মীয়াবাদিকর্তৃক ব্ৰহ্মবস্তুতে প্রতিপাদিত অজ্ঞানাদি উপাধির স্বরূপ খণ্ডন, ব্রহ্মে অজ্ঞানের অসম্ভবত্ব প্রতিপাদন এবং ভেদসমূহের উপাধিকত্ব নিরাকরণ প্রভৃতি এই গ্রন্থে প্রতিপাদিত হইয়াছে। ৮ । মায়াবাদ-খণ্ডল—ঐক্য অর্থাৎ জীব ও ব্রহ্মের অভেদরূপ [ ఆరి ] Q