পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধব পদার্থটি ব্রহ্মের স্বরূপ বা অস্বরূপ—এইরূপ বিকল্পের নিরাকরণপূর্বক ঐক্যের যাথার্থ্য নিরাস এবং অযথার্থভূত ঐক্যের প্রতিপাদনহেতু অপ্রামাণ্য-নিবন্ধন মায়াবাদের অগ্রাহ্যত্বনিরূপণ প্রভৃতি এই গ্রন্থে প্রদশিত হইয়াছে। ৯। প্রপঞ্চ-মিথ্যাহ্বানুমান-খণ্ডন—মায়াবাদিগণ-কর্তৃক প্রপঞ্চের মিথ্যাত্র প্রতিপাদনার্থ কথিত অনুমানসমূহে সংক্ষেপে দোষোভাবন এবং ংক্ষেপে অনুমানপ্রণালী এই গ্রন্থে প্রদর্শিত হইয়াছে। ১০ । তত্ত্বসংখ্যান—এই গ্রন্থে তত্ত্ববিভাগ, চেতনগণের বিভাগ, মুক্ত-চেতনগণের বিভাগ, তমোভাবযোগ্য চেতনগণের বিভাগ, নিত্যবস্তুবিভাগ, অনিত্যবস্তু-বিভাগ, সংস্থষ্ট ও অসংস্থষ্টবিভাগ এবং জীবগণের মোক্ষপ্রাপ্ত ও মোক্ষ-অপ্রাপ্তরূপ বিভাগ বর্ণিত হইয়াছে। ১১ । তত্ত্ববিবেক—“তত্ত্বসংখ্যান’ গ্রন্থোক্ত বিষয়সমূহের প্রমাণরূপে বেদব্যাসোত্ত তত্ত্ববিবেকগ্রন্থের শ্লোকসমূহ এই গ্রন্থে উদাহৃত হইয়াছে। ‘তত্ত্বসংখ্যান' গ্রন্থোক্ত বিষয় এই গ্রন্থেরও বিষয়। ১২ । তত্ত্বোদ্যোত— এই গ্রন্থে প্রবল মায়াবাদী পুণ্ডরীকপুরীর সহিত বিচারকালীন শ্ৰীমন্মধবাচার্য্য-কথিত প্রমাণযুক্তিসমূহ বণিত হইয়াছে। ইহাতে মায়াবাদোক্ত যাবতীয় প্রমেয়পদার্থের সঞ্চুক্তিক নিরাস, বিশেষভাবে ভেদের মিথ্যাব ও জগতের মিথ্যাত্ব-নিরাকরণ, মায়াবাদিগণের দৈত্যরাক্ষসজাতিত্বে প্রমাণ, বৌদ্ধ ও মায়াবাদিগণের সাম্য-প্রতিপাদন এবং শ্ৰীমধবাচার্য্যের শিষ্যগণকর্তৃক মায়াবাদিগণের প্রতি প্রযুক্ত উপহাদবাক্যসমূহ বর্ণিত হইয়াছে। ১৩। কৰ্ম্মনির্ণয়—বেদসমূহে কৰ্ম্মপররূপে প্রসিদ্ধ অংশসমূহের ব্ৰহ্মস্বরূপপরত্বনির্ণয়, দুরূহ বেদভাগসমূহের অর্থপ্রকাশপূর্বক শ্ৰীবিষ্ণুবিষয়ে { I ses 1