পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্বিবংশ অধ্যায়—শ্ৰীমধবাচার্য্যকৃত গ্রন্থাবলী তাৎপৰ্য্যনিরূপণ, নিষ্কামকৰ্ম্মসমূহের ভগবঙ্গ জ্ঞানসাধনরূপত্বকথনপূর্বক তাহার অবগুকৰ্ত্তব্যতানিরূপণ এবং মেঘগর্জনাদি যাবতীয় শব্দের ভগবৎস্বরূপপরত্বনিরূপণ – এই গ্রন্থে বিচারিত হইয়াছে। o ১৪। শ্ৰমদৃবিষ্ণুতত্ত্ববিনির্ণয়-এই গ্রন্থে শ্ৰীবিষ্ণু কেবলমাত্র সৎ-আগমসমূহদ্বারাই জ্ঞেয়—ইহাই প্রতিপাদিত হইয়াছে। ঋক্ প্রভৃতি বেদসমূহ, মূলরামায়ণ, মহাভারত, সাত্ত্বিকপুরাণ ও পঞ্চরাত্রসমূহই সৎ-আগম এবং এতদ্বিরুদ্ধ শাস্ত্রসমূহই দুষ্ট-আগম । এই গ্রন্থে বেদের অপৌরুষেয়ত্ব-সমর্থন ; বর্ণসমূহের নিত্যত্ব-সমর্থন ; পুরাণসমূহের প্রতিকল্পে (স্বষ্টিতে । ক্রমভেদহেতু অনিত্যক্রমনিবন্ধন পৌরুষেয়ত্বনিরূপণ ; বেদসমূহ যজ্ঞাদি ক্রিয়াপ্রতিপাদনপর বলিয়াই প্রমাণ,—এইরূপ মতাবলম্বী মীমাংসকগণের মতনিরসন ; দিকসমূহের স্বাভাবিকত্ব-নিরূপণ ; প্রত্যক্ষ, অনুমান ও শব্দ-প্রমাণ নিরূপণপূর্বক তাহাদের স্বরূপবিভাগ ; ব্ৰহ্মাদি সৰ্ব্বজীবগণের প্রত্যক্ষাদির স্বরূপনির্ণয় ; বেদসমূহের ভেদপরত্ব-সমর্থন ; বেদসমূহ অনুবাদস্বরূপ হইলেও তাহা যে অতত্ত্বজ্ঞাপক নহে—ইহার সমর্থন : জীব ও ঈশ্বরপ্রভৃতির ভেদবিষয়ে পরমতোক্ত দোষসমূহের পরিহার ; বহুবিধ প্রমাণকথন ; শেদসমূহ যে বিষ্ণুরই সৰ্ব্বোত্তমত্ব-প্রতিপ্লাদক—এই বিষয়ের সমর্থন ; ছন্দোগ্য ষষ্ঠ অধ্যায়ে উক্ত নয়বার উপদেশের অভেদপ্রতিপাদনবিষয়ে পূৰ্ব্বাপর বিরোধ-প্রদর্শন ; নববিধদৃষ্টাস্তের ভেদপ্রকাশকত্ব-সাধন ; জগতের মিথ্যাতৃপ্রতিপাদকরূপে মায়াবাদিগণ-কর্তৃক উল্লিখিত শ্রুতিসমূহের অর্থান্তরকথনপূর্বক সত্যত্ব প্রতিপাদকত্বকথন ; মায়াবাদিগণের মধ্যে একজীববাদী ও অনেকজীববাদিগণের মত বিশ্লেষণ-পূর্বক খণ্ডন ; ভেদবিষয়ে ও জগতের সত্যতা-বিষয়ে বহু প্রমাণকথন ; দ্বিতীয় পরিচ্ছেদে বিষ্ণু ও জীবের স্বরূপবিচার ; তৃতীয় [ ఆe ] Q