পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈঞ্চবাচার্য্য মধব প্রদর্শনহেতু "বলাবতার’ নামে লক্ষিত হন । কোন কোন অবতার কেবল ভক্তের প্রতি অনুগ্রহ করিয়াই কৃতকাৰ্য্য হন। তাহার নিত্যধাম বৈকুণ্ঠ। স্বষ্টির আদিতে “শ্বেতদ্বীপ” ও 4অনন্তাসল” নামে ধামন্বয় প্রকাশিত হন। ব্ৰহ্মাণ্ডের উপরিপ্রদেশে বৈকুণ্ঠ, শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ, মধ্যপ্রদেশে শ্বেতদ্বীপ ও নিম্নভাগে অনস্তাসন । ख बनष्ठानन् " স্থানেই মুক্ত ব্ৰহ্মরুদ্রাদি দেবগণ ও মুক্ত শেষ, গরুড, বিশ্বক্সেন, নন্দ ও সুনন্দ, জয় ও বিজয় প্রভৃতি পরিবারবর্গ-দ্বারা সেবিত হইয়া প্রেয়সী লক্ষ্মীর সহিত বিরাজ করেন। সৰ্ব্বস্থানেই ‘মুক্তস্থান’ ও ‘অমুক্তস্থান’ নামে দুইটি বিভাগ আছে—মুক্তস্থানে মুক্ত শেষ, গরুড়, মুক্তস্থান ও অমুক্তস্থান ইন্দ্র, কাম প্রভৃতি-দ্বারা এবং নন্দ ও সুনন্দাদি পার্ষদগণের দ্বারা বেদবাণী সেবিত হন এবং অমুক্তস্থানে অমুক্ত শেষ, গরুড়াদি ও পার্ষদগণদ্বারা পূৰ্ব্বোক্ত ব্ৰহ্মবাণী সেবিত হন। বিষ্ণু— জগতের নিমিত্ত-কারণস্বরূপ, উপাদান শ্ৰীবিষ্ণু জগতের - _ কারণ নহেন । তিনি জগৎ হইতে পৃথক হইলেও নিমিত্ত-করণ সৰ্ব্বস্থানে অবস্থান করেন । বিষ্ণুর পরতমত্ব সম্বন্ধে শ্ৰীমধবাচার্য্যের উদাহৃত শ্রেীতপ্রমাণ ৪— (১) বিষ্ণোনু কং বীৰ্য্যাণি প্রবোচং যঃ পার্থিবানি বিমমে রজাংসি । (২) পরো মাত্রয়া তন্ত্র বাবুধান ন তে মহিত্বমন্বশ্ববস্তি। ন তে, বিষ্ণো জায়মানো ন জাতো দেব মহিমঃ পরমস্তমাপ ॥ [ २०२ ]