পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য শ্ৰীমধব চতুর্দশ মন্থগণ, অষ্টবসুগণ, নৃপগণ ও মনুষোত্তমগণ—ইহারা সাত্ত্বিক জীব ও রাজসিক জীবগণ মনুষ্যের মধ্যে অধম, তাহারা কাম্য কৰ্ম্ম । কলি, কালনেমি, জরাসন্ধ, মধুকৈটভ, সম্বর, বৃত্ৰ, ত্রিপুরগণ, কালকেয়, পোলমা, রাক্ষস ও দানবগণ— ইহারা সকলেই তামস জীব । সাত্ত্বিক জীবগণের স্বরূপ-দেহ--জ্ঞানানন্দাত্মক, রাজসগণের স্বরূপদেহ—জ্ঞান ও অজ্ঞান, মুখ ও দুঃখ-মিশ্রাত্মক এবং তামসগণের স্বরূপদেহ—কেবল দুঃখ ও অজ্ঞানাত্মক। সাত্ত্বিকগণের সত্য, শৌচ, দয়, শম, দম, বৈরাগ্য, ভক্তি প্রভৃতি স্বরূপানুগত ধৰ্ম্ম, রাজসগণের স্বরূপে সদ্ধৰ্ম্ম ও অধৰ্ম্ম উভয়বিধ বৰ্ত্তমান এবং তামসগণের অসত্য, অশৌচ, ক্রুরতা, অহঙ্কার, ইন্দ্রিয়-চাপল্য, বিষয়লাম্পট্য, গুরুদ্রোহ, বৈষ্ণবদ্রোহ, হরিদ্রোহ প্রভূতি স্বরূপান্নুগত ধৰ্ম্ম । ত্ৰিবিধ বদ্ধজীব ত্ৰিবিধ গতি-যোগ্য, যথা— ত্ৰিবিধ জীবসজঘাস্তু দেবমামুযদানবাঃ । তত্ৰ দেব মুক্তিযোগ্য মানুষেষক্তমাস্তথা । মধ্যম মানুষ যে তু স্থতিযোগ্যাঃ সদৈব হি। অধম নিরয়ায়ৈব দানবাস্তু তমোলয়াঃ । মুক্তির্নিত্য তমশ্চৈব নাবৃত্তিঃ পুনরেতয়োঃ । দেবানাৎ নিরয়ো নাস্তি তমশ্চাপি কথঞ্চন । নাস্থরাণাং তথা মুক্তিঃ কদাচিৎ কেনচিৎ কচিৎ। মানুষাণাং মধ্যমানাং নৈবৈতদ্বয়মাপ্যতে । অমুরাণাং তম:প্রাপ্তিস্তদা নিয়মতো ভবেৎ ॥ ( মঃ ভাঃ তাঃ নিঃ অ ১৮°-৯২ ) অর্থাৎ জীব-সমূহ দেব, মনুষ্য ও দানব-ভেদে ত্রিবিধ। তন্মধ্যে দেবগণ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক জীব-গতি দেব, মনুষ্য ও দানবগতি [ ২ ১৮ ]