পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব আমরা দেখিতে পাই যে, বৈকুণ্ঠধাম এবং গোলোকধাম উভয় নিত্যাশ্রয়ই বায়ু কর্তৃক ধৃত আছে। যেমন দেবীধামে বায়ু ‘মরুতাখ্য দেব? বলিয়। পরিচিত, তদ্রুপ বৈকুণ্ঠে বায়ুদেব বৈকুণ্ঠ-ধারণ-সেবায় সৰ্ব্বদা নিযুক্ত আছেন । বলা বাহুল্য, জড়ের বায়ু ব। দেবলোকের মরুদেব বৈকুণ্ঠের অপ্রাকৃত বায়দেবের সহ তুল্য নহে । বৈকুণ্ঠং পরমং ধাম জরামৃত্যুহরং পরম্ । বায়ুন ধাৰ্য্যমাণঞ্চ ব্রহ্মাণ্ডাদৃদ্ধ মুত্তমম্ ॥ ন বর্ণনীয়ং কবিভিধিচিত্ৰং রত্ননিৰ্ম্মিতম্। গোলোক বিষয়ে “উৰ্দ্ধং বৈকুণ্ঠতোহগম্যং’ এবং বায়ুনা ধাৰ্য্যমাণঞ্চ নিৰ্ম্মিতং স্বেচ্ছয়। বিভোঃ’ প্রভৃতি ব্রহ্মবৈবৰ্ত্ত-বাক্যে বায়ুর ত্রনারায়ণের বৈকুণ্ঠ-ধারণ-সেবা জানা যাইতেছে । শ্ৰীমাধবগণ বলেন, তাঙ্গাদের আচাৰ্য্যপাদ—বায়ুর অবতার। সুতরাং শ্ৰীমধবকে ‘প্রাণনাথ সংজ্ঞা দেওয়া হয় । তুলুব ও অন্তান্ত প্রদেশ যে-কালে জৈন ও প্রচ্ছন্ন মায়াবাদী শঙ্কর-মতাবলম্বিগণ এবং শৈবসমূহ ভাগবত-সম্প্রদায়ের গহ ণে ব্যস্ত ছিল, তদর্শনে বিরিঞ্চিপ্রমুখ দেবগণ, তাহণদের ক্রিয়া-কলাপে উপদ্রুত অধিবাসিবর্গের মঙ্গলের জন্য শ্ৰীনারায়ণের সমীপবৰ্ত্তী হইয়াছিলেন। শ্ৰীনারায়ণের আদেশক্রমে বৈকুণ্ঠধারক প্রাণনাথ বায়ুদেব তুলুব দেশে জন্ম পরিগ্রহণ করিয়াছিলেন । 重 মধ্ব—বৈকুণ্ঠের মুখ্যবায়ুর অবতার