পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ-অধ্যায়—শ্ৰীমন্মধবাচার্য্যের উপদেশ যাহারা শ্ৰীহরির দীক্ষা প্রাপ্ত হয় নাই এবং ভগবান জনাৰ্দ্দনকে অৰ্চনা করে নাই, এই সংসারে তাহারা পশু এবং তাহাদের জীবনে ফল কি ? গর্ভস্থিত মৃত বাপি মুষিতাস্তে সুদূষিতাঃ। ন প্রাপ্ত ষৈহরেদাক্ষ সর্ববন্ধুঃখবিমোচনী ॥ মার্কণ্ডেয়ঃ ( কৃষ্ণামৃতমহার্ণব, ২০ শ্লোক ) যাহারা সৰ্ব্বদুঃখ-নিবৰ্ত্তক শ্রীহরির দীক্ষা প্রাপ্ত হয় নাই, তাহারা গর্ভে অবস্থান করিতেছে অথবা তাহার। মৃত, অপহৃত অথবা দোষদুষ্ট হইয়া আছে । উৰ্দ্ধপুণ্ড ধারণ— তিৰ্য্যক পুণ্ডং ন কুববীত সম্প্রাপ্তে মরণেইপি বা । ন চান্ত-নাম বিক্রয়াৎ পরান্নারায়ণাদৃতে ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব ২২১ শ্লোক ) কখনও বক্রভাবে পুণ্ডক ধারণ করিবে না অথবা মরণকালেও নারায়ণের নাম ভিন্ন অন্ত নাম উচ্চারণ করিবে না । পুণ্ডমৃজুং সৌম্যং ললাটে যন্ত দৃশ্বতে । স চণ্ডালোহপি শুদ্ধাত্মা পূজ্য এব ন সংশয়ঃ। ( কৃষ্ণ’মৃতমহার্ণব ২২৩ শ্লোক ) যাহার ললাটে সরল ও সুন্দর উৰ্দ্ধপুণ্ড দেখা যায়, তিনি চণ্ডাল হইলেও শুদ্ধচিত্ত এবং পূজ্য—এবিষয়ে সন্দেহ নাই। [ २४¢ ]