পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনত্রিংশ-অধ্যায়—শ্ৰীমন্মধবাচার্য্যের উপদেশ ব্রহ্মচারী গৃহস্থো বা বানপ্রস্থো যতিস্তথা। ’ ব্রাহ্মণঃ ক্ষত্রিয়ো বৈশ্বঃ শূদ্রো ভর্তুমতী তথা ॥ অভৰ্ত্তক তথান্তে চ সূতবৈদেহিকাদয়ঃ। একাদশ্বাং ন ভুঞ্জীত পক্ষয়োরুভয়োরপি ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব ১৫৬-১৫৭ শ্লোক ) ব্ৰহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশু, শূদ্র, সধবা ও বিধবা স্ত্রী এবং স্থত, বৈদেহিক প্রভৃতি জাতীয় ব্যক্তিগণ উভয়পক্ষীয় একাদশীতেই ভোজন করিবে না। বিবেচয়তি যে মোহাচ্ছুক্ল কৃষ্ণেতি পাপকৃৎ। একাদশীং স বৈ যাতি নিরয়ং নাত্র সংশয়ঃ। ( কৃষ্ণামৃতমহার্ণব ১৫৯ শ্লোক ) যে উপবাসবিষয়ে শুক্ল ও কৃষ্ণ একাদশীর পার্থক্য চিন্তা করে, সেই পাপাচারী নরকগামী হইয়া থাকে, ইহাতে কোন সংশয় নাই । যথা গোঁর্নৈব হন্তব্য। শুক্ল কৃষ্ণেতি ভামিনি । একাদশ্বাং ন ভুঞ্জীত পক্ষয়োরুভয়োরপি ॥ ( কৃঞ্চামৃতমহার্ণব ১৬০ শ্লোক ) যেরূপ শুক্লা কিম্বা কৃষ্ণা কোন গাভীই বধযোগ্য নহে, হে প্রিয়ে ! সেইরূপ শুক্ল ও কৃষ্ণা কোন একাদশীই পরিত্যাজ্য নহে। অতএব উভয় একাদশীতেই উপবাস করিবে । [ २t>> ]