পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনত্রিংশ-অধ্যায়—শ্ৰীমন্মধবাচার্য্যের উপদেশ অল্পায়ামপি বিপ্রেন্দ্র পারণস্থ কথং ভবেৎ। পারয়িত্বোদকেনাপি ভুঞ্জানে। নৈব দুষ্যতি । অশিতানশিতা ষন্মাদাপে বিদ্বন্তিরীরিতাঃ ॥ ( কৃষ্ণামৃতমহাশব ১৬৯ শ্লোক ) হে বিপ্রবর ! অল্পক্ষণ তিথি থাকিলে কি প্রকারে পারণ হইবে ? তাহাতে উদকদ্বারা পারণ করিয়া পশ্চাৎ ভোজন করিলে কোন দোষ হয় না, যেহেতু শাস্ত্রকারগণের মতে জল পান করিলে ভোজন ও অভোজন হয়। অন্তস। কেবলেনৈব করিস্যে ব্ৰতপারণম্। তদ্বিশিষ্টং মুনিপ্রোক্তমশিতানশিতঞ্চ যৎ ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব, ১৭ • শ্লোক ) কেবল জলদ্বারাই পারণ সমাপন করিবে, যেহেতু মুনিগণের মতে ঐ জল ভক্ষিত হইলেণ্ড অভক্ষিত-তুল্য জানিবে। দ্বাদশী ন প্রমোক্তব্য যাবদায়ুঃ প্ৰবৰ্ত্ততে। অর্চনীয়ে। হৃষীকেশে। বিশুদ্ধেনান্তরাত্মনা ৷ ( কৃষ্ণামৃতমহার্ণব ১৮৭ শ্লোক ) . যে পৰ্য্যন্ত আয়ুঃ বর্তমান থাকে, ততদিন দ্বাদশী তিথিতে উপবাস পরিত্যাগ করিবে না এবং বিশুদ্ধচিত্তে শ্রীহরির অর্চনা করিবে । ইন্দ্রিয়ের কৃত্য— স। জিহবা য। হরিং স্তৌতি তচ্চিত্তং যত্তদর্পণম্। তাবেব কেবলে শ্লাবোঁ যে তৎপূজা-করে করে । কৃষ্ণামৃতমহার্ণব ৭৪ শ্লোক ) [ ২৯১ ] C