পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনত্রিংশ-অধ্যায়—শ্ৰীমন্মধবাচার্য্যের উপদেশ ন হাপুণ্যবতাং লোকে মূঢ়ানাং কুটিলাত্মনাম। ভক্তির্ভবতি গোবিন্দে স্মরণংকীৰ্ত্তনং তথা ॥ ( কৃষ্ণামৃতমশ্লাৰ্ণল ৩৭ শ্লোক ) এই পাপপূৰ্ণ সংসারে কুটিলান্তঃকরণ মৃঢ়ব্যক্তিরা গোবিন্দে ভক্তি প্রাপ্ত হয় না এবং তন্নাম স্মরণ ও কীৰ্ত্তন করিতে পারে না। নামকীৰ্ত্তন— যদভ্যর্চ্য হরিং ভক্ত্যা কৃতে বর্ষশতৈরপি । • ফলং প্রাপ্নোতি বিপুলং কলেী সঙ্কীর্ত্য কেশবম্ ॥ কৃষ্ণামৃতমহtণব ৬২ শ্লোক ) মানব সত্য যুগে শত-শত বর্ষ হরিকে ভক্তিপূর্বক অৰ্চন করিয়া যে বিপুল ফল প্রাপ্ত হয়, কলিযুগে ‘কেশব’-নাম-কীৰ্ত্তন-দ্বারা সেই ফল প্রাপ্ত হইয়া থাকে। 受 হে জিহেব ! মম নিঃস্নেহে হরিং কিং নানুভাষসে । হরিং বদম্ব কল্যাণি সংসারোদধিনেীহঁরিঃ ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব ৭• শ্লোক ) হে আমার রসশ্বন্ত জিহেব ! কেন তুমি হরিনাম করিতেছ না ? হে কল্যাণি ! হরিনাম কর ; কারণ, সংসার-সমুদ্র পার হুইবার নৌকা স্বরূপ একমাত্র হরিই আছেন। • কুরুক্ষেত্রেণ কিং তস্য কিং কাশ্য পুষ্করেণ কিম্। জিহবাগ্রে বর্ততে যস্য হরিরিত্যক্ষরদ্বয়ম্ ॥ ব্ৰহ্মা ( কৃষ্ণামৃতমহার্ণব ৭২ শ্লোক ) র্যাহার জিহবাগ্রে “হুরি” এই অক্ষরদ্বয় বর্তমান আছে, তাহার কুরুক্ষেত্র, কাশী এবং পুষ্কর প্রভৃতি তীর্থস্থানের দ্বারা কি লাভ হইবে ? [ ఇనt )