পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব এবং দুৰ্য্যোধনাদি দুষ্টগণকে বিনাশ করিয়া শ্ৰীকৃষ্ণকে বিশেষরূপে পূজা করিয়াছিলেন। অনন্তর কলিকাল আগত হইলে মধব-নামক বায়ুর তৃতীয় অবতার ভূরেখার দক্ষিণ ভাগে ‘শিবাল্পী ব্রাহ্মণবংশে অবতীর্ণ হইয়াছিলেন এবং সন্ন্যাসীরূপে বদরিকাশ্রমে গমন করিয়াছিলেন । তিনি কলিযুগে দুঃশাস্ত্র-সমূহ খণ্ডন করিয়া কৃষ্ণ-দ্বৈপায়ন বেদব্যাসের সেবা-বিধান করিয়াছিলেন । মণিমান রাক্ষসের গৰ্ব্বপাত ও তাহার প্রতিভা সদ্য স্নান করিবার জন্তই কলিযুগে মধ্ব-নামক বায়ুর তৃতীয় অবতারের আবির্ভাব ।