পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮
চর্য্যাচর্য্যবিনিশ্চয়ঃ

 দ্বিতীয়পদেন তমেবার্থং প্রতিনির্দ্দেশয়তি—

 জইসনীত্যাদি। উৎপাদকালে পবিধরনৈরাত্ম্যাভিস্বঙ্গাৎ মহাসুখময়োৎপন্নোহং মহাবজ্রধরঃ। পুনরপি বজ্রগুরুণ[া] তস্মিন্নেবা(তা)র্থে দৃঢ়ীকৃতোস্মীতি তস্মাৎ ভো সিদ্ধাচার্য্য সহজ[ং] পৃথক্ ইতি মা কুরু। নিঃশঙ্কং সিংহরূপেণ ভ্রম[]

 তৃতীয়পদেন যোগীন্দ্রস্য নিমিত্তমাহ—

 বণ্টেত্যাদি[]। যথা পারাবারে তরপতিস্তরদানগ্রহণায় পারেচ্ছূনাং বাসবিমোক্ষণে কপর্দ্দিকান্বেষণমপি করোতি তেষাং বণ্ডকুরুণ্ডাদি বাধকবিশেষঞ্চ পশ্যতীতি। বাহ্যভীতং স্বসংবেদ্যলক্ষণসংযুক্তং[৫৪ক] ধর্ম্মং কথং লোকে বচনদ্বারেণ প্রতিপাদয়িতব্যং। তথা বাক্‌প্রতীতিধর্ম্মাধিগমাৎ। কৃত্যাদ্বিগুণনিমিত্তং লোকেন নিরূপ্যতে যোগীন্দ্রস্য।

 তথাচাগমঃ

ধূমেন জ্ঞায়তে বহ্নিরিত্যাদি।

 চতুর্থপদেনাত্যন্তনির্বিকল্পতাং প্রতিপাদয়তি—

 ভণই ইত্যাদি। সিদ্ধাচার্য্যো হি তাড়ক এবং বদতি। অস্মিন্ ধর্ম্মে বালযোগিনামবকাশমাত্রং নাস্তীতি। যেঽপি পরমার্থবিদঃ তেপি যদি বদন্তি(তি) অস্মাভিঃ ধর্ম্মাধিগমং কৃতং। তদা তৈরেব স্বগ্রীবা সংসারপাশেন বদ্ধা।

 তথাচাগমঃ

তিলতু সন তু বিষর্ণ্ণ ইত্যাদি। ৩৭।


৩৮

রাগ ভৈরবী

সরহপাদানাং।  কাঅ ণাবড়ি খাণ্টি মণ কেড়ুআল
সদ্গুরুবঅণে ধর পতবাল॥ ধ্রু॥
চীঅ থির করি ধহুরে নাহী
অন উপায়ে পার ণ জাই॥ ধ্রু॥
নৌবাহী নৌকা টাগুঅ গুণে
মেলি মেল সহজেঁ জাউ ণ আণেঁ॥ ধ্রু॥

  1. পুথিতে সিংহরূপেণ জতি ভ্রম।
  2. গানে বাণ্ড, টীকায় বণ্ট, ব্যাখ্যায় বণ্ড।