পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধ-সহজিয়া-মতের বাঙ্গালা গান
৭১

ভবতি। তদাগ্নিনা ন দগ্ধং ভবতি। জলে ন প্লাবনীয়ং[] ভবতি। শস্ত্রেণ চ্ছেত্তুং ন পার্য্যতে। পরমার্থচিত্তস্যাঙ্কমদঃ(দং)। এবং পশ্যন্ সন্ তথাপি কুধিয়ো মোহে পরং বদ্ধা ভবন্তি।

 তথাচ বহিশাস্ত্রে

যত্নেন পার্য্যাণি সমাচরন্তি পুণ্যপ্রসঙ্গাদপি * * * *।
আশ্চর্য্যমেতদ্ধি মনুষ্যলোকে ক্ষীরং পরিত্যজ্য বিষং পিবন্তি(ত)॥

 তৃতীয়পদেন পরমার্থসত্যস্য লক্ষণ[ম্]—

 ছায়েত্যাদি। মোহবিমুক্তা যদা পরমার্থবিদো ভবন্তি। তদা ছায়ামায়াসমং স্ববিগ্রহং জ্ঞানলোচনেন পশ্যন্তি(তি) পক্ষাপক্ষভিন্নং শ্রীহেরুকরূপং চাকলয়ন্তি(তি)।

 তথচ সরহপাদাঃ

 মহামায়াদেবীত্যাদি।—

 চতুর্থপদেন চিত্তফলস্বরূপমাহ—

 তথেতি। প্রজ্ঞাপারমিতার্থমহারসেন চিত্তবাসনাদোষবিশোধনং যদি ক্রিয়তে বুধৈঃ। তদা জয়নন্দিপাদো হি বদতি। চিত্তমন্যথাভাবং ন ভবতি। তথতাবিশু[৬৫]দ্ধো হি যঃ স তথাপরং ভবতি।

 তথাচ শ্রীদ্বিকল্পরাজে

 সর্ব্বেষাং খলু বস্তূনাং বিশুদ্ধিস্তথত[] মতা॥ ৪৬॥


৪৭

গুঞ্জরীপাদানাং।  কমল কুলিশ মাঝেঁ ভইম মিঅলী
সমতা জোএঁ জলিঅ চণ্ডালী॥ ধ্রু॥
ডাহ ডোম্বী ঘরে লাগেলি আগি
সহ ষলি লই ষিঞ্চ হূঁ পাণী॥ ধ্রু॥
নউ খর জালা ধুম ন দিশই
মেরু শিখর লই গঅণ পইসই॥ ধ্রু॥
ফাটই হরিহর বাহ্ম ভরা
ফীটা হই ণবগুণ শাসন পড়া॥ ধ্রু॥
ভণই ধাম ফুড় লেঙ্গূরে জাণী
পঞ্চনালেঁ উঠে গেল পাণী॥ ধ্রু॥

  1. পুথি, প্লাবতীয়ং।
  2. পুথি, তথাতা মাতা।