পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধ-সহজিয়া-মতের বাঙ্গালা গান
৭৩

৪৯

রাগ মল্লারী

ভুসুকুপাদানাম্।  বাজ ণাব পাড়ী পঁউআ খালেঁ বাহিউ
অদঅবঙ্গালে ক্লেশ[] লুড়িউ॥ ধ্রু॥
আজি ভূসু বঙ্গালী ভইলী
ণিঅ ঘরিণী চণ্ডালী লেলী॥ ধ্রু॥
ডহি জো পঞ্চধাট ণই দিবি সংজ্ঞা ণঠা
ণ জানমি চিঅ মাের কহিঁ গই পইঠা॥ ধ্রু॥
সােণ তরুঅ মাের কিম্পি ণ থাকিউ
নিঅ পরিবারে মহাসুহে থাকিউ॥ ধ্রু॥
চউকোড়ি ভণ্ডার মাের লইআ সেস
জীবন্তে মইলেঁ নাহি বিশেষ॥ ধ্রু॥

 প্রজ্ঞাপারমিতাম্ভোধিপরিমথনত্বামৃতপরিস্নপিতঃ সিদ্ধাচার্য্য ভুসুপাদো বঙ্গালিকাব্যাজেন তমেবার্থং প্রতিপাদয়তি—

 প্রজ্ঞারবিন্দকুহরহ্রদে সদ্গুরুচরণােপায়েন প্রবেশিতং। তত্রানন্দা[৬৭ক]দি শব্দোহীত্যাদি অক্ষরসুখাদ্বয়বঙ্গালেন বাহিত ইতি। অভিন্নত্বং কৃতম্।

 তথাচাগমঃ

ন ক্লেশা বােধিতো ভিন্ন[া] ন বােধৌ ক্লেশসম্ভবঃ।
ভ্রান্তিতঃ ক্লেশসঙ্কল্পো ভ্রান্তিঃ প্রকৃতিনির্ম্মলা॥

 ধ্রুবপদেন তমেবার্থমভিদ্যোতয়তি।

 আজীত্যাদি। স্বয়মেবাত্মানং সম্বোধ্য বদতি। ভো ভুসুকুপাদ ধ্যানপরিপাকাবস্থাবিয়োগেনাদ্যৈব[] বঙ্গালিকা ভূতা। যস্মাৎ নিজগৃহিণী হ্যপরিশুদ্ধাবধূতী বায়ুরূপা। চণ্ডালেনেতি। স্পর্শপ্রকৃতিপ্রভাস্বরেণ নীতা।

 দ্বিতীয়পদেন ভাবনিঃসঙ্গতামাহ—

  1. পুথি, দঙ্গালে দ্রেশ। টীকা বলে—বঙ্গালিকা আর ক্লেশ। উপরে তাহাই করিয়া দিলাম।
  2. এখানে দুই বার অদ্যৈব আছে।