পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯০
দোহাকোষ

বুদ্ধের[১১]গোচরতয়া ন গিরাং প্রচারোদ্ধারৌ(র) গুরুপ্রথিতবস্তুকথাবতারঃ।
তত্তু ক্রমেণ করুণাদিগুণাবদাতে শ্রদ্ধাবতো(তা) হৃদি পদং স্বয়মাদধাতি॥

অত্রৈব।  সইসম্বিতি ম করহু রে ধন্ধা।
অত্রৈব।  ভাবাভাবসুগতিরেব বন্ধা॥ ইতি।

 স্বস[ং]বিত্তিমনাদিকল্পনয়া সুখং মা করিষ্যসি। যদি করিষ্যসি ধন্ধতা[ং] যাস্যসি। তস্মাদ্ ভাবং বা উক্তলক্ষণং অভাবং বাপি সুগতির্ব্বা বিকল্পিত[ং] হে মূঢ় সর্ব্বং তদ্বন্ধনং ভবতি। নাস্তি সুবর্ণলোহনিগড়য়োর্ভেদঃ তস্মাত্ত্যাজ্যমেবেতি। তথাচোক্ত[ং]।

পরমার্থবিকল্পেঽপি নাবলীয়েত পণ্ডিতঃ।
কো হি ভেদো বিকল্পস্য শুভে বাপ্যশুভেঽপি বা॥
নাধারভেদাদ্ভেদোঽস্তি বহ্নিদাহকত[াং] প্রতি।
স্পৃশ্যমানো দহত্যেব চন্দনৈর্জ্বলিতোঽপ্যসৌ॥

 এতেন কিং ক্রিয়তে ইত্যাহ—

ণিঅ মণ মুণহু রে ণিউণেঁ জোই
জিম জল জলহিং মিলন্তেই। ইতি।

 নিপুণং মনো নির্ম্মলং ভাবাভাবরহিতং প্রভাস্বরময়ং বা দ্রক্ষ্যতি। হে যূয়ং যোগিনঃ নিপুণেন যোগেন চ যোগঞ্চ। চিত্তবৃত্তেরেকাগ্রতালক্ষণ[ং] জ্ঞানজ্ঞেয়লক্ষণং বা। সচ যাদৃশং জলস্য জলং মিশ্রিতং তাদৃশং স ভবতি চেৎ।

ঝানে মোক্খ কি রাহুরে আলেঁ
মাআজাল কি লেহু রে কোলেমিতি।

 অলীকেন ধ্যানেন কেশোণ্ডুকাদ্যাকারেণ হে মূঢ় পুরুষ কিং মোক্ষমধিগচ্ছসি। তস্মাৎ দুরতিক্রমঃ। কুতঃ মায়াজালং সমস্তং ত্রিভুবন[ং] কি[ং] গৃহ্যতে স্বাঙ্গোৎসঙ্গেষু। ন পার্য্যতে ইতি যাবৎ। কিন্তু

বরগুরুবঅণে পত্তিজহ মথেঁ।
সরহ ভণই মই কহিঅউ বাচেঁ। ইতি।

 যদি তাবৎ গুরুবচনস্য[১১ক] সত্যতাস্তি। তদা ময়া সরো[রু]হপ্রবরগুরুবচনেন কথিতমিদং দোহাকোষাদিনা।

পউমেঁ জই আআস বিশুদ্ধো।

এবং গুরুবচনস্য প্রতীতিকৃতে সতি যঃ সর্ব্বভাবায়াসঃ স(শ) বিশুদ্ধো ভবতি। কুতঃ॥