পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০০
দোহাকোষ

জব্যঁ হি মণ ণিচ্চল থক্কই।
তব্য ভবসংসারহ মুক্কই॥ ইতি।

 উক্তক্রমেণ যদি তত্র মনো নিশ্চলত্বেন স্থিতং আত্মাত্মীয়াদিকল্পনারহিতত্বাৎ, তস্মিন্ কালে ভবাৎ ষড়্গতিসংসারদোষাৎ মুক্তো ভবতি।

 অনয়া কৃতে সতি দোষান্যাহ।

জাব ণ অপ্যহিঁ পর পরিআণসি।
তাব কি দেহানুত্তর পাবসি॥ [১৮ক] ইতি।

 যাবন্নাত্মানং পরমোৎকৃষ্টং তত্ত্বরূপং পরিজানাসি তাবৎ কিং দেহস্য শরীরস্য নির্ম্মাণকায়াত্মকস্য ব্যাপকস্য চ অনুত্তরং তত্ত্বং তদ্ব্যাপকত্বাৎ প্রাপ্স্যসি(তি)। যস্মাদেকানেকত্বমায়াতি তস্মাদাত্মগ্রহবিপর্য্যাসাৎ সর্ব্বেষাং তাদৃশ[ং] ভবতি। কস্মাদনুত্তরতত্ত্বপ্রসঙ্গাদিতি।

এমই কহিজে ভতি ন কদ্বা।
অপ্যহি অপ্যা বুঝসি তব্বা॥

 ঈদৃশ[ং] ময়া সরোরুহেণোক্তং তস্য ভ্রান্তিং ন কদাচিৎ কুরু। তয়া ভ্রান্ত্যা চ আত্মনাত্মানং তদা [ন] জানাসি। ইদং ত্যক্ত্বা নান্যৎ কিঞ্চিদস্তি।

 তেনাহ।—

ণউ অণু ণউ পরমাণু বিচিত্তজে,
অণবর ভাবহি স্ফুরই সুরত্তজে। ইতি।

 ন (য়) অণুপরমাণবঃ ভাবনয়া চিন্তিত[া]ঃ। অনবরতযোগাদিভাবনে বিস্ফুরিতং বা যদি ক্রিয়তে॥

ভণই সরহ ভিতি এত বিমত্তজে, ইতি।

 এতদ্ধি মাত্রং কল্পনাত্মকং জ্ঞানং। এতেন যোগেন বিমতির্ভবতি। ন সম্যক্ত্ব[ং] হি ময়া কথিতং(ঃ)॥

অরে ণিক্কোলী বুজ্ঝহু পরমত্থজে॥ ইতি।

 অরে মূঢ় পুরুষ নিক্কোলী নির্মূলী অকুলী চ। সর্ব্ববীজাধারাদিরহিতস্তম্পরমার্থং বদস্ব তমাহ।

নির্ম্মূলা পরচেতন্মা(?) নির্মূলা ভাবনাংশকা।
নির্ম্মূলং জ্ঞেয়সে তত্ত্বং অকুলা হি তথাগতা॥ ইতি।

 তস্মাৎ স্বরূপেণ স্ফুরতে নেচ্ছয়া তদাসঙ্গাৎ সুরতমিতি।