পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৪
ডাকার্ণব

পহিঅং বৈরোয়ণো নাহো, নাভিঠিঅং মধগুণ জুতুও।
উঠও সাসু গলজন্তহ, তিহুবণ দীবোপমে জুহও॥
অন্যমন্তো সবরোয়মন্তো। জাবোসষো বামগাহণো।
ভিন্নি সোহণোই মথুইবরো। মন্তোতিভণো জনই জুঅনি॥

পুণো দ্বেয় ভনিঅং ভই ধীয়ণো, মারণু জাবণো দায়ণো হি।
পাসদ্ধি ভিন্নি ঠইঅ মথ্থনাহু ভিন্নি, যবঘ্ঘসন ঠিইও চীও অন্তো॥
বাহণো মহণ বোই মাগ্‌গই, ইঅং সূচরনাহি বীঅং,
আআরকহন্নাভরণো হসেসি কহল ধিরঠই রবহ ভোবণো॥

যবগ্গ পহিঅং বীঅং হেরণো ভুঅণগুণং জোই,
দসতেঅ সরভুসণো সুঅল পহেঅ কলহু।
তিল সহিঅ দীয়ন্নো নন্দ চউত্থই॥

পহবগ্গহন্তোই সুহরূঅ, উসণ সনিরূতণ জুতুও;
চন্দভিন্ন সেস লগন জারূও অদিহসই॥
সবরক্খরো অনাহো রই; সন সন ঠিঅ; চউসরগিহো
কহণ দেশ হও কলেরদ চন্দভিহিনা
ভূসউ মথঅ রাগহন্তো সহাব॥

জ্ঞানক্খরো ভিন্নি গুনিঅং সহার টহরো জবো।
অধউ ধড়ইও নাহো গহন সংভোরুই।
ধনবিহিনা যুইইও সন্তাসনেই ভীও॥
ফফসণ্ঠেইউ পুণো বিভনিঅভং;
উতিই জালহ পুরই রন্দহ বোউ;
জহব চণ্ডাবই, পূবিহ ত্তিহুঅণ বোহিচিত্ত হই।


এবমুক্তাশ্চ যে মন্ত্রা ভিন্নক্রমাত্তু অক্ষরাঃ।
যোগিনীনামসংযুক্তা কর্ম্মকালে চ বোধয়েৎ॥
একৈকস্য তু মাহাত্ম্যমক্ষরস্য হি ভূরয়ঃ।
বিস্ফুরন্তি মহাত্মানং কলাবোধ্যং সহেতুকাঃ॥