পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৮
ডাকার্ণব


হুঁ ফডারু, ডাইনি, পভূঅ। বীরদ্দৈতএ;
হুঁ মন্তপউ; পকেত উঅন্তি।
যভে; যজউ ভিন্নিঅব্‌ভং॥
এঅং সত্ত পউমন্ত, সব্‌ভ কম্মেঅ লোঅ।
জন ভো মউঅন্তি মন্ন হাই॥


ইত্যাহ ভগবান্ বজ্রী জ্ঞানভূমিস্বভাবকঃ।
সিদ্ধকর্ম্মাদ্যন্তে সত্ব ব্রজন্তি তৎপদং পরম্॥
পুনোৎপত্তিশ্চ মার্গস্থবুদ্ধবজ্রধরো নরঃ।
মায়াকারণ মায়া চ স্বাত্মাভিঃ প্রত্যবেক্ষকং॥


হুঁ, হাভিন্নি, মহাপসু মোঅনই; পউ সসরউ॥
যোগ এসর ইত্ত মত্ত, সান্তিরূইনি॥
ডাইনী লোআন্না বন্ধনই; পউ, বোই নিভানো লোঅ।

সত্তকম্মে হুংফড়মন্তপউ, চউঠ্ঠীঅ দ্দেসইঅও॥
ভূতন্তা সনই, পউ, তীথওজান; নাসঅই॥
এঅং সত্ত মন্তপই, ভণিঅ কম্ম করই॥


ইত্যাহ ভগবান্ বীরঃ মন্ত্ররূপব্যবস্থিতঃ।
পদ্মবদ্দলমেকৈকমক্ষরৈর্ম্মন্ত্ররূঢ়কঃ॥
দ্বাদশেতে মহাযন্ত্রঃ কথিতং মম বল্লভে।
সর্ব্বঞ্চ কর্ম্মিকং যন্ত্রং দ্বাদশৈঃ সহ কারয়েৎ॥
একৈকন্তু মহাচক্রং কুর্য্যাদ্বৈ পৃথক্ কর্ম্মতঃ।
লগ্নে দ্বাদশকে দেবি সাধয়েৎ সাধ্যনামকম্॥


পহন্তো, সবরো অজুত্তই, যহন্তো, ঈসজুত্তউ, এও।
নহন্তো, রেও; পহন্তো; সিদ্ধে পউ, বিদ্যে পউ।
স্বরিমন্তো; পপাসউ, টবীও, হুখণ্ডিন্দুু-
বিন্দও। সন্নো, পুণো বিভণিঅব্‌ভং। পপাসট্টঈও,
টআরো, হুঁফডারু সাহোই সঅউ॥
এঅংমন্তু নাভি ঠ্ঠইঅ, বিহিনা, সধনাও, সহকঅও॥