পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ডাকার্ণব
১৫৫

ষষ্ঠ পটলে

মহাবোধিনয়ং সত্বং বিশ্বং স্থাবরজঙ্গমম্।
এবং রূপং যথাপূর্ব্বং সর্ব্বং সদ্ভাবলক্ষণম্॥
তার্কিকা ন প্রজানন্তি অগম্যং বালযোগিনাম্।
যোগিনীবরলব্ধশ্চ জানংতীহৈব জন্মনি॥

বোহি সহাবই সব্‌ভু জনু, মোহিঅ বালহু আবি।
জি জুইন্নি তত্তু, সব্‌ভু সরু, জোহি সো নরু বজ্জধরু॥

ইদং গাহয়! সর্ব্বা তু বিত্রস্তা মূর্চ্ছিতাবনৌ।
যোগিনী পতিতাশ্চাপি আশ্চর্য্যধর্ম্মগোচরম্॥
বীরৈঃ সঞ্চোদনং কৃত্বা খণ্ডকপালাদিনায়কৈঃ।

সুণু সুণু তুম্মি ভাইনি। ই। সত্তদাউ সহাইনি মোচনি।
তুম্মিহু সত্তহ ভেউ নাই, বীরহু সব্‌ভ হউ তারনি॥


দশম পটলে

সম্যক্ স্মৃতিসুরূপেণ ভাবভেদাদ্বিপদাত্মিকাং।
সমাধিজালমাপূর্য্য প্রভাস্বরে সর্ব্বলীনতা॥
গত্বা বুদ্ধত্বমাপ্নোতি নানাতির্য্যাদিজন্তবাং।
স্বস্বভাষায় ধর্ম্মঞ্চ দেশয়ন্তি স্বগোত্রজাং॥

সূঅরওই জগুমুদিঅও, সহজ সহাই তন্তুসরো।
পুণু সংসারহ দুঃখনহো, জি পসু সোই বুদ্ধতু জনো॥


দ্বাদশ পটলে

ত্রিসূচিকং ভাবয়েদ্বজ্রং ষড়্‌নাড়ীকালবাহিনী।
হংসচারে ধরং প্রাণঃ পিবত্যধরবারুণী॥
পঞ্চামৃতাদি যৎকিঞ্চিৎ প্রবিষ্টং তস্য মধ্যকে।
পীত্বা জরামরং যান্তি বজ্রধরোপদেশকম্॥