পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধ-সহজিয়া-মতের বাঙ্গালা গান

 চতুর্থপদেন যথাভূতধর্ম্ম্যমাহাত্ম্যদৃষ্টপ্রত্যয়তামাহ—

 ভণই ইত্যাদি।—আদিসিদ্ধাচার্য্যলূয়ীপাদ এবং বদতি, ময়া লূয়ীপাদেন সিদ্ধাচার্য্যেণ ধ্যানবসেনেতি। মনোবিজ্ঞানে বিষয়েন্দ্রিয়বলয়ত্বাৎ। শ্রীগুরৌ চতুর্থোপদেশলব্ধাভ্যাসেন যুগনদ্ধরূপং দৃ্ষ্টং।

 তথা চাগ[]মে

ইন্দ্রিয়াণি স্বপন্তীব মনোন্তর্বিশতীব চ।
নষ্টচেষ্ট ইবাভাতি কায়ঃ[] সৎসুখমূর্চ্ছিতঃ॥

 ধবনং[] শশিশুদ্ধ্যালিনা চবণং রবিশু[৪ক]দ্ধ্যা কালিনা তদুভাভ্যামাসনং কৃত্বা স্বদেবতাহঙ্কারোপবিষ্টঃ সন্‌ সাক্ষাৎ কৃতং।

 তথাচ দ্বিকল্পে

 আলিকালিসমাযোগো বজ্রসত্ত্বস্য বিষ্টরং ইতি॥১॥


রাগ গবড়া

কুক্কুরীপাদানাম্‌।  দুলি দুহি পিটা ধরণ ন জাই
রুখের তেন্তলি কুম্ভীরে খাঅ॥
আঙ্গন ঘরপণ সুন ভো বিআতী
কানেট চৌরি নিল অধরাতী॥ ধ্রু॥
সুসুরা নিদ গেল বহুড়ী জাগঅ
কানেট চোরে নিল কা গই মাগঅ॥ ধ্রু॥
দিবসই বহুড়ী কাড়ই ডরে ভাঅ
রাতি ভইলে কামরু জাঅ॥ ধ্রু॥
অইসন চর্য্যা কুক্কুরীপাএঁ গাইড়
কোড়ি মঝেঁ একুড়ি অহিঁ সনাইড়॥ ধ্রু॥

 তমেব মহাসুখরাজানং স্বানন্দাসবপানপ্রমোদমনসা কুক্কুরীপাদাঃ সন্ধ্যাভাষয়া প্রকটয়িতুমাহুঃ।

  1. গ অক্ষরটি নীচে নেওয়ারী অক্ষরে।
  2. বিসর্গের পর বৃথা একটি দাঁড়ি।
  3. গানে আছে ধমণ চমণ; টীকায় আছে ধবন চবন।