পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধ-সহজিয়া-মতের বাঙ্গালা গান
১১

রাগ গুঞ্জরী

চাটিল্লপাদানাম্।  ভবণই গহ[৯ক]ণ গম্ভীর বেগেঁ বাহী।
দুআন্তে চিখিল মাঝেঁ ন থাহী॥ ধ্রু॥
ধামার্থে চাটিল সাঙ্কম গটই।
পারগামি লোঅ নিভর তরই॥ ধ্রু॥
ফাড্ডিঅ মোহতরু পটি জোড়িঅ।
আদঅদিটি টাঙ্গী নিবাণে কোহিঅ॥ ধ্রু॥
সাঙ্কমত চড়িলে দাহিণ বাম মা হোহী।
নিয়ড্ডী বোহি দূর ম জাহী॥ ধ্রু॥
জই তুম্হে লোঅ হে হোইব পারগামী।
পুচ্ছতু চাটিল অনুত্তরসামী॥

 তমেব যথাভূতার্থঞ্চাটিল্লপাদাঃ শব্দান্তরেণ প্রকটয়ন্তি—

 ভ[ব]ণই ইত্যাদি। পূর্ব্বোক্তলল[]নারসনাদ্যাভাষ[]ত্রয়ং পারাব[া]রগম্ভীরত্বেন নদীসন্ধ্যয়া বোদ্ধব্যং। দিবারাত্রৌ চ সন্ধ্যায়াং বিষয়োল্লোলমুৎপদ্যতে[] বিনশ্যতি চ। অতএব গহন[ং] ভয়ানকং। প্রকৃতিদোষাদ্ গভীরং। ষট্পথদ্বারেণ মূত্রপুরীষাদিকং চ প্রবহতীতি। অতএব অন্তদ্বয়ং পারাবারং বামদক্ষিণং চিখিলমিতি প্রকৃতিদোষপঙ্কানুলিপ্তং। মধ্যে তস্যা[ঃ] থাহং। অবধূত্যাঃ প্রমা[১০]ণস্বরূপং কর্ত্তু[ং] ন পার্য্যতে বালযোগিনা। ধ্রুবপদেন চতুর্থানন্দমুদ্দীপয়ন্না[হ]।

 ধর্ম্মার্থং স্বলক্ষণধারণাৎ ধর্ম্মঃ ঘটপটস্তম্ভকুম্ভাদিভূতবিকারঃ। তস্য স্বরূপেণ নাস্তি রূপমিতি॥ শ্রীহেরুকতন্ত্রতত্ত্বপটলোক্তবিচারানুপলম্ভতয়া। চাটিলসিদ্ধাচার্য্যঃ। শত্রুমমিতি সংবৃত্তিপরমার্থয়োরৈক্যং[]গুরুসম্প্রদায়াৎ(য়)। ঘটয়তি তথা চ সরহপাদাঃ

সুণ্ণ করুণ জো পুণু জোহুণ বেন বিকসই
ণো ভবণো নিব্বাণে থক্কই।
অহবা কেবল করুণা ভাবই
জন্মসহস্রেঁ মোক্খ ন পাবই॥

  1. ল-এর পর বৃথা একটি আকার আছে।
  2. পুথিতে কারে ছিল, কাটিয়া উপরে ভাষ করিয়া দেওয়া আছে।
  3. উৎপদ্যতে, এই শব্দের পর পুথিতে একটি বৃথা আকার আছে।
  4. পুথিতে রেক্যং।