পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২
চর্য্যাচর্য্যবিনিশ্চয়ঃ

অনাহতং ডমরুশব্দং বীরনাদেন শূন্যতাসিংহনাদেন নদিতঃ সন্ কৃষ্ণাচার্য্যো হি কাপালিকঃ। দেহনগরিকাং প্রবিশ্য প্রচারেণ ক্লেশভক্ষণদিনয়েন একাকারতয়া বিহরতি ভ্রমতীতি।

 দ্বিতীয়পদেন যোগিকালঙ্কারমাহ—

 আলি ইত্যাদি। প্রথমস্তাবৎ যোগীন্দ্রেণ বজ্রজাপপরিশোধিতচন্দ্রসূর্য্যাদিকেন ঘণ্টানূপুরাদিযোগিকালঙ্কারং কৃতমিতি।

 তৃতীয়পদেন পুনরপ্যলঙ্কারমাহ—

 রাগ ইত্যাদি। তেনৈব ম[১৯]হাসুখরাগবহ্নিনা রাগদ্বেষাদিকং দগ্ধ্বা তেন ভস্মনা বিলিপ্তাঙ্গো ভূয় বজ্রসত্ত্বরূপেণা[ন]নমালক্ষ্য পরমমোক্ষমুক্তাহারমণ্ডিতো হি ভ্রমতীতি।

 চতুর্থপদেন কপালচর্য্যামাহ—

 মারীত্যাদি। শ্বাসং পূর্ব্বোক্তমনঃপবনং তমধিকৃত্য চক্ষুরিন্দ্রিয়াদিবিজ্ঞানবাতং নানাপ্রকারং বোদ্ধব্যম্। তং নিস্বভাবীকৃত্য অবিদ্যাং চ মায়ারূপাং প্রজ্ঞোপায়াভেদোপচারেণ কৃষ্ণাচার্য্যঃ। জগতি জগদর্থাশয়েন বজ্রকাপালিকো ভূত্বা ভ্রমতীতি।

 তথাচ দড়তীপাদাঃ

প্রাণী বজ্রধরঃ কপালবনিতাতুল্যো জগৎস্ত্রীজনঃ
সোহং হেরুকমূর্ত্তিরেষ ভগবান্ যো নঃ প্রভিন্নোঽপি[চ]।
শ্রীপদ্মং মদনঞ্চ ণোকুদহনং (?) কুর্ব্বন্ যথা গৌরবাৎ
এতৎ সর্ব্বমতীন্দ্রিয়ৈকমনসা যোগীশ্বরঃ সিধ্যতি॥ ১১॥


১২

[রাগ] ভৈরবী

কৃষ্ণপাদানাম্।  করুণা পিহাড়ি খেলহুঁ নঅ বল
সদ্গুরু বোহেঁ জিতেল ভববল॥ ধ্রু॥
ফীটউ দুআ মাদেসিরে ঠাকুর
তআরি উএস কাহ্নু ণিঅড় জিনউর॥ ধ্রু॥
প[১৯ক]হিলেঁ তোড়িআ বড়িআ মরাড়িইউ
গঅবরেঁ তোলিআ পাঞ্চজনা ঘোলিউ॥ ধ্রু॥
মতিএঁ ঠাকুরক পরিনিবিত্তা
অবশ করিআ ভববল জিতা॥ ধ্রু॥
ভণই কাহ্নু আহ্মে ভলি দাহ দেহুঁ
চউষঠ্ঠি কোঠা গুণিয়া লেহুঁ॥ ধ্রু॥