পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধ-সহজিয়া-মতের বাঙ্গালা গান
৩৭

তবসে মুষা উঞ্চল পাঞ্চল।
সদ্গুরু বোহে করিহ সো নিচ্চল॥ ধ্রু॥
জবেঁ মুষা এর চা তুটঅ।
ভুসুকু ভণঅ তবেঁ বান্ধন ফিটঅ॥ ধ্রু॥

 তমেবার্থং মূষকসন্ধ্যাবচনেন ভুসুকুপাদাঃ। প্রতিপাদয়ন্তি[তি]—

 নিশি আন্ধীরী[]ত্যাদি। মুষ্নাতীতি মূষক[ঃ] সন্ধ্যাবচনে চিত্তপবনঃ বোদ্ধব্যঃ। নিসি প্রজ্ঞা কর্ম্মাঙ্গনা বা বোদ্ধব্যা[]। তস্যা[ঃ] কর্ম্মাঙ্গনায়া বিচিত্রাদিক্ষণে কায়ানন্দাদিব্যাপারদ্বারেণ কুলিশারবিন্দসংযোগে বোধিচিত্তামৃতাস্বাদাহারং স এব মূষক[ঃ] চিত্তপবনঃ স্বয়ং করোতি। তস্মিন্ বিরমানন্দং দক্ষিণে শ্রীগুরুমুখলব্ধোপায়েন দ্রুতং তস্য নিঃস্বভাবীকরণং ভবতি। তৎ কুর্ব্বতো বালযোগিনস্তেন[] সংসারচক্রে যাতায়াতং দ্বয়াকারন্ন ত্রুট্যতি চিত্তঞ্চ ন শোভতে।

 তথা চাগম[ঃ]

দ্বয়াকারেণ ত্যাগপ্রকটপটুসম্বিত্তিসুভগে
ঘনানন্দোৎকীর্ণে প্র[৩২ক]বলরসপূর্ণাম্বরতলে।
স্ফুটন্ নানাকারৈরুপচিতশমেতান্তরগতৈ-
রিদং তন্ত্রৈ[রু]ক্তং লয়মিব গতং ভাতি মনসি॥

 দ্বিতীয়পদেন মূষকচিত্তস্য ব্যবহারোঽনুবর্ণ্ণ্যতে—

 ভবেত্যাদি। ভবতীতি কৃত্বা ভবং স্বকায়ং বিদারয়তি প্রকৃতিচাঞ্চল্যতয়া স এবং চিত্তং মূষকোন্যথাভাবং কুরুতে। গতীতি[] তির্য্যঙ্নরকাদিদুর্গতিপাতঞ্চ। স্বয়মেব উৎপাদয়তি। অতশ্চিত্তমূষকস্য প্রকৃতিদোষমাকলয্য ভো যোগিন্ প্রসাদাপ্তোপদেশেন তস্য ভাবারোপণং ন করিষ্যসীতি।

 তৃতীয়পদেন তস্য স্বরূপমাহ—

 কালেত্যাদি[]। সংবৃত্তিবোধিচিত্তং দুনাশকত্বেন স এব চিত্তমূষকঃ কালঃ। তস্য পিণ্ডগ্রাহানুভেদে বিচারেণ ভো যোগিন্ বর্ণোপলম্ভোপদেশো[] ন বিদ্যতে। গগনমিতি গুরুসম্প্রদায়াৎ মহাসুখকমলবনং গত্বা পুনরাগত্য পরমার্থবোধিচিত্তমধুপানাস্বাদং করোতি।

 তথাচ পরদর্শনে। মীননা[৩৩]থঃ

  1. গানে নিসিঅ অন্ধারী; টীকায় নিসি আন্ধীরী।
  2. এইখানে একটি বৃথা বিসর্গ আছে।
  3. এইখানে একটি বৃথা আকার আছে।
  4. গানে গাতী; টীকায় গতি।
  5. গানে কলা; টীকায় কাল।
  6. বর্ণ্ণোপলম্ভোপদেশে পুথিতে ছিল। একার কাটিয়া অনুস্বার করিয়া দিয়াছে।