তথাচ সরহপাদাঃ—
চিত্তে শশ[হ]রমিত্যাদি।
দ্বিতীয়পদেন তমেবার্থং বদতি—
চালিঅ ইত্যাদি। শশহরো হি বোধিচিত্তমবধূতীমার্গেণ যৎ প্রচলিতং স এব গুরুসম্প্রদায়াৎ বজ্রশিখরাগ্রে নির্ব্বাণং প্রভাস্বরং গতং। কমলরসং মহাসুখ[১] ❌ রসমস্যাস্তীতি কমলিনী। সৈব প্রকৃতিপরিশুদ্ধাবধূতিকা নৈরাত্মা কমলরসং তমেব বোধিচিত্তমহাসুখ ❌ রসেন কায়বজ্রং প্রীণয়িত্বা মহাসুখচক্রোদ্দেশং বহতীতি।
তথাচ কৃষ্ণাচার্য্যপাদাঃ—
পহ বহন্তে ণিঅমর বন্ধনেত্যাদি।
তৃতীয়পদেন তমেবা[৪১ক]র্থং কথয়তি—
বিরমানন্দেত্যাদি। বিলক্ষণচতুর্থানন্দশুদ্ধোঽয়ং বিরমানন্দঃ। যস্য যোগীন্দ্রস্যাবগমো গুরুপ্রসাদাদহর্ন্নিশমভূৎ স এব ভগবান্ বজ্রধরঃ। দ্বাত্রিংশল্লক্ষণযুক্তো ব্যঞ্জনাশীত্যলংকৃতঃ। অনধিগততত্ত্বানামত্রাবকাশো[২] ন স্যাদিতি।
তথাচ দবড়ীপাদাঃ—
গবাং যূথ ন্যায় ইত্যাদি।
চতুর্থপদেন স্ববোধং দ্রঢ়য়তি—
ভুসুকু ভণই ইত্যাদি। ভুসুকুপাদো হি বদতি। ময়া ভুসুকুপাদেন প্রজ্ঞোপায়মেলকে সহজানন্দং মহাসুখ[ং] সদ্গুরুপ্রসাদাল্লীলয়াবগতং। ২৭॥
২৮
রাগ বলাড্ডি
শবরপাদানাম্। উঁচা উঁচা পাবত তঁহিঁ বসই সবরী বালী
মোরঙ্গি পীচ্ছ পরহিণ সবরী গিবত গুঞ্জরী মালী॥ ধ্রু॥
উমত সবরো পাগল শবরো মা কর গুলী গুহাডা তোহৌরি
ণিঅ ঘরিণী ণামে সহজ সুন্দারী॥ ধ্রু॥
ণাণা তরুবর মৌলিলরে গঅণত লাগে[৪২]লী ডালী