পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধ-সহজিয়া-মতের বাঙ্গালা গান
৪৫

 শ্রীবজ্রামৃত ইত্যপি ভ্রময়ীত্যাদি।

 চতুর্থেন ফলহেতুভাবং প্রভাবং প্রতিপাদয়তি—

 হিএঁ[] ইত্যাদি। হৃদয়ং প্রভাস্বরং তাম্বূলেনাধিমুচ্য[]কর্পূরং যুগনদ্ধরূপেণ ফলহেতুসম্বন্ধেন তমধিমুচ্য। শূন্যমিতি সৈব সর্ব্বাকারবরোপেতশূন্যতা নৈরাত্মজ্ঞানযোগিনী। ক[ে]ণ্ঠতি সম্ভোগচক্রে বিধৃত্য মহাসুখজ্ঞানরশ্মিনা রজনীতি। স্বকায়ক্লেশতমঃ স্বয়ং নাশিতং।

 তথাচ সূতকে

 ফলেন হেতুমামুদ্র্য ইত্যাদি।

 পঞ্চমপদেন বজ্রগুরুমাহাত্ম্যমাহ—

 গুরুবাক্যেত্যাদি। স[৪৩ক]দ্গুরুবাক্যেন ধনুঃ কৃত্বা নিজমনোবোধিচিত্তেন বাণ(ন)ং চ। একরসং বাণমিতি উভয়োরেকং কৃত্বা একস্বরনির্ঘোষেণ তমভ্যস্যমানঃ সন্ তেন নির্ব্বাণেন ময়া সবরপাদেন অনাদ্যবিদ্যাবাসনাদোষো হি হতঃ।

 ষষ্ঠপদেন চিত্তস্য যথাভূতং স্বরূপমাহ—

 উমত ইত্যাদি। সহজপানপ্রমত্তো মম চিত্তবজ্রোহি সবরঃ গরুআ রোষেণেতি জ্ঞানানন্দগন্ধেন প্রেরিতঃ সন্ মহাসুখচক্রনলিনীবনোদ্দেশেন[] প্রচলিতঃ। তত্র নিমগ্নে সতি গিরিবরেতি। উক্তার্থো[] ময়া সিদ্ধাচার্য্যেণ কথং অন্বেষয়িতব্যঃ।

 তথাচাগমঃ

যানানাং নাস্তি বৈ নিষ্ঠা যাবৎ চিত্তং প্রবর্ত্ততে।
চিত্তে তত্ত্বে প্রবৃত্তে হি ন যানং ন চ যাযিনঃ॥২৮॥


২৯

রাগ পটমঞ্জরী

লূইপাদানাম্।  ভাব ন হোই অভাব ণ জাই
আইস সংবোহেঁ কো পতিআই॥ ধ্রু॥
লুই ভণই বট দুলক্খ বিণাণা
তিঅ ধাএ বিলসই উহ লাগে ণা॥ ধ্রু॥ [৪৪]
জাহের বানচিহ্ন রূব ণ জাণী
সো কইসে আগম বেএঁ বখাণী॥ ধ্রু॥

  1. গানে হিঅ; টীকায় হিএঁ।
  2. পুথি, অধিমুখচ্য।
  3. পুথি, নলিনীবোদ্দেশেন।
  4. পুথি, উক্তার্থা।