পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৮
চর্য্যাচর্য্যবিনিশ্চয়ঃ

 তথাচ সরহপাদাঃ

চিন্তাচিন্ত পরিহর ইত্যাদি।

 তৃতীয়পদেন মার্গস্যানুশংসামাহ—

 বিষয়েত্যাদি। যথা চন্দ্রেণ গগনমুদ্যোতিতং তথা ময়া বিষয়াণাং বিশুদ্ধ্যা। আনন্দেতি বিরমানন্দে পরমানন্দমবগম্য তেন সহজানন্দচন্দ্রেণ মোহান্ধকারং নাশিতমিতি।


 চতুর্থপদেন[৪৬] ফলপ্রাপ্তিত্বাৎ তস্য প্রভাবমাহ—

 এতেলোএ[] ইত্যাদি। এতস্মিন্ ত্রৈলো(ক)চতুর্থানন্দব্যতিরেকান্নান্যো[]পায়োঽস্তি। যস্যোদয়েন সিদ্ধাচার্য্যো ভুসুকুপাদঃ। ক্লেশান্ধকারং স্ফেটয়তি।

 তথাচ সরহপাদাঃ

তস্মৈ নমো যদুদয়েনেত্যাদি॥৩০॥


৩১

রাগ পটমঞ্জরী

আর্য্যদেবপাদাঃ।  জহি মণ ইন্দিঅ[প]বণ হো ণ ঠা
ণ জানমি অপা কঁহি গই পইঠা॥ ধ্রু॥
অকট করুণা ডমরুলি বাজঅ
আজদেব ণিরাসে রাজই॥ ধ্রু॥
চান্দরে চান্দকান্তি জিম পতিভাসঅ
চিঅ বিকরণে তহি টলি পইসই॥ ধ্রু॥
ছাড়িঅ ভয় ঘিণ লোআচার
চাহন্তে চাহন্তে সুণ বিআর॥ ধ্রু॥
আজদেবেঁ সঅল বিহরিউ
ভয় ঘিণ দুর ণিবারিউ॥ ধ্রু॥

 তমেবার্থং প্রমুদিতং আর্য্যদেবপাদাঃ। প্রতিপাদয়ন্তি—

 জহি মণ ইত্যাদি। যস্মিন্ প্রভাস্বরে সংহারমণ্ডলাদিক্রমেণ বিষয়পবনেন্দ্রিয়াদিকং[৪৬ক] নিঃস্বভাবীকরণং। তত্র প্রবিষ্টে(ষে) সতি অপা ইতি। চিত্তরাজস্যোদ্দেশং ন জানামি ক্ব গতঃ।

 ধ্রুবপদেন আনন্দং দৃঢ়য়তি—

  1. গানে এতৈলোএ; টীকায় এতেলোএ।
  2. পুথি, ব্যতিরেকানান্যোপায়োস্তি।