পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধ-সহজিয়া-মতের বাঙ্গালা গান।
৫১

ঘটমনগুম্মাখড়দতি বোহঅ
অক্ষি বুঝিআ মাগ চালী॥ ৩২॥


৩৩

রাগ পটমঞ্জরী

ঢেণ্ঢণপাদানাম্।  টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী॥ ধ্রু॥
বেঙ্গ(গ)সংসার বড্হিল জাঅ।
দুহিল দুধু কি বেণ্টে ষামায়॥
বলদ বিআএল গবিআ বাঁঝে।
পিটা দুহিএ এ তিনা সাঁঝে॥
জোসো বুধী সো ধনি বুধী।
জো ষো চৌর সোই সাধী॥
নিতে নিতে ষিআলা ষিহে ষম জুঝঅ।
ঢেণ্ঢণ পাএর গীত বিরলে[] বুঝঅ॥

 তমেবার্থং পরমা[৪৮ক]নন্দসন্দোহমুদিতঢেণ্ঢণো হি সিদ্ধাচার্য্যঃ। সন্ধ্যাভাষয়া প্রতিপাদয়তি—

 টালত ইত্যাদি। টা ইতি টমালমসদ্রূপং কায়বাক্‌চিত্তস্য ষষ্ট্যুত্তরশতপ্রকৃতিদোষং য[ি]স্মন্ সময়ে মহাসুখচক্রে লয়ং গতং তদেব মম গৃহং পার্শ্বস্থচন্দ্রসূর্য্যৌ ত(থ)মেব বজ্রজাপক্রমেণ ত(ন)ত্রৈবান্তর্লী(লী)নো। হণ্ডীতি। স্বকায়াধারং। ভক্তং তস্য সংবৃত্তিবোধিচিত্তবিজ্ঞানাধিরূপম্। গুরুসংপ্রদায়াৎ মে (ম) তদুপলম্ভোস্তি অতএব নৈরাত্মরূপং তয়া যোগীন্দ্রো নিত্যং তমাবিশতি। পুনঃ পুনঃশ্চেতি সিসমারোপ্যয়তি[]

 ধ্রুবপদেন তমেবার্থং দ্রঢ়য়তি—

 বেঙ্গেত্যাদি[]। বিগতাঙ্গ যস্য স ব্যঙ্গঃ। অঙ্গশূন্যত্বেন তং প্রভাস্বরবোদ্ধব্যং। অঙ্গস্য ষড়ঙ্গতৌ সয়তি গচ্ছতীতি সয়ঃ তদেব বায়ুরূপং তেন ব্যঙ্গেন প্রভাস্বরেণ বিজ্ঞানপর[]শ্চোদিতঃ। দুহিল ইতি। কর্ম্মমুদ্রাপ্রসঙ্গাদ্বজ্রাগা[রা]দাগতং যদ্বোধিচিত্তম্। যো[৪৯]গীন্দ্রস্য বেণ্টমিতি। মূলং মহাসুখচক্রং গচ্ছতি কিমদ্ভুতমিতি।

  1. পুথি, বিচিরলে।
  2. হয়ত, শীর্ষমারোপয়তি।
  3. গানে বেগ; টীকায় বেঙ্গ।
  4. পর শব্দের পর বৃথা একটি বিসর্গ আছে।