পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
চর্য্যাচর্য্যবিনিশ্চয়ঃ

 দ্বিতীয়পদেনাভ্যাসবিশেষমাহ—

 বলদা ইত্যাদি। বলং মানসাদ্দে(দে)হবিগ্রহং দদাতীতি বলদস্তদেব বোধিচিত্ত[ং] আভাসত্রয়প্রস্তুতং। গাবীতি যোগীন্দ্রস্য গৃহণী বংধ্যা নৈরাত্মা তমধিকৃত্য। পীঠকং স্বকুলিশাগ্রে গুরুসংপ্রদায়া(য়)ত্তস্যাভাষদোষং। দোহনমিতি নিঃস্বভাবীকরণং ক্রিয়তে। সন্ধ্যাত্রয়মিতি। অহর্নিশং যোগীন্দ্রেনেতি।

 তথাচ সরহপাদাঃ

কুলিশসরোরুহসংজোএ জোইণি মনপবন মহাসুহ হোই।
খনে আনন্দ ভেঅত ণহ লখলখহীন তহি পরিমাণহা।

 তৃতীয়পদেন স্বরূপপরিচয়মাহ—

 যোসো বুদ্ধীত্যাদি। বালযোগিনাং যা বুদ্ধিঃ সবিকল্পকজ্ঞানং সা পরমার্থবিদাং প্রতি গুরুপ্রসঙ্গান্নি(নি)রুপলম্ভরূপা।

 তথাচ সরহপাদাঃ

 যদিদং সনিমিত্তসুখং তদেব মহতাং[৪৯ক] জ্ঞানঞ্চ পরিহীনমিতি। অতোপি য এব চিত্তরাজচোরঃ। অদত্তাদানং করোতি। স এব ভাববিচার্য্যমাণ শতি[১]। তদ্বিপক্ষকপরমার্থরূপঃ। অতএব বালযোগিনাং দুঃসাধ্যং পরমার্থসত্যং তৈঃ দুঃখেন সাধি(ধ্য)তমিতি।

 চতুর্থপদেন স্বরূপভাবমাহ—

 নিতি নিতি ইত্যাদি। মরণাদিকে সর্ব্বত্র বিভেতি ইতি কৃত্বা স এব স[ং]সার (ন)চিত্তশৃগালতুল্যঃ। কল্যাণমিত্রাধিষ্ঠানাৎ প্রভাস্বরবিশুদ্ধো ভবতি। তদা যুগনদ্ধসিংহেনেহ স্পর্দ্ধাং করোতি। ঈদৃশ্যা[ং] ঢেণ্ঢণপাদস্য চর্য্যায়াং বিরলে পক্ষিবিক্ষুব্ধচিত্তশ(স)ততাদেশে কোপি মহাসত্ত্বঃ। অর্থাবগমং করিষ্যতীতি॥ ৩৩॥


৩৪

রাগ বরাড়ী

দারিকপাদানাম্।  সুনকরুণরি অভিন বারেঁ কাঅবাক্‌চিঅ
বিলসই দারিক গঅণত পারিমকুলেঁ॥ ধ্রু ॥
অলক্ষলখচিত্তা মহাসুহে
বিলসই দারিক গঅণত পারিমকুলেঁ॥ ধ্রুং ॥ [৫০]

  1. ভাবে বিচার্য্যমানে সতি এইরূপ হইবে কি?