পাতা:বৌদ্ধ-ভারত.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬
বৌদ্ধ-ভারত

গ্রামের প্রধান কর্মচারী ‘গ্রামিক’ গ্রামবাসীদের দ্বারা বোধ হয় নির্ব্বাচিত হইতেন। কয়েকটি গ্রামের উপর “গাপ” নামে এক কর্ম্মচারী ছিলেন। তিনি গ্রাম হইতে রাজস্ব আদায় করিতেন এবং মাননুষ ও পশ‍ু প্রভৃতির সংখ্যামূলক হিসাব রাখিতেন।

 তখন “নাগরিক” নামক এক কর্ম্মচারী, নগর শাসন করিতেন। নগরের যাবতীয় বিধিব্যবস্থা তাঁহার হাতে ছিল।