ভূপ ও cबद्धेनी উরবিল্ব ভগবান ব্যুদ্ধের সাধন-তীৰ্থ । চীনপরিব্রাজক হিউয়েনসাঙ্গ বলেন, সম্রাট অশোক এই স্থলে সবব প্রথমে বিহার নিমণি করেন। মধ্যপ্রদেশের ভারহাত-প্ৰস্তুপের বেষ্টনী-স্তম্ভে এই বিহারের যে খোদিত চিত্র দস্ট হয় তাহাতে মনে হয়, বোধিদ্রমের চারিপাশেব স্তম্ভোপরি প্রস্তরনিমিত দ্বিতল গহ ছিল। গহতোরণের পরোভাগে শিলাস্তম্ভের উপর এক হস্তিমত্তি খোদিত ছিল। উরাবিব গ্রামের অন্য নাম ছিল মহাবোঁধ, ঐ নাম অতঃপর বন্ধগয়ায় পরিণত হইয়াছে। বন্ধগয়ার বক্তমান মন্দির কখন নিমিত হইয়াছিল তাহা সপেস্টরপে জানিতে পারা যায় নাই। যে স্থলে বন্ধগয়া মন্দির ও স্তম্ভাদি নিমিত হইয়াছে ঐ গ্রাম পাশ্ববত্তী ভূখণ্ড হইতে পঞ্চাশ হাত উচ্চ জমির উপর নিমিত হইয়াছে। এই ঢিবি মহাবোধির ধবংসাবশেষ। ইহার কিয়দংশ খনন করিয়া মহাবোধি মন্দিরের প্রাচীর ও নিম্নভাগ আবিস্কৃত হইয়াছে। মন্দির প্রাঙ্গণ খননকালে দই একটী প্রস্তরনিমিত ক্ষুদ্র মন্দির আবিস্কৃত হইয়াছিল। এই মন্দিরের অনুকরণে আধনিক মন্দির নিমিত হইয়াছে। এই মন্দিরে প্রস্তরনিমিত সিংহাসনোপরি ভগবান বন্ধের ধ্যাননিরত মত্তি রহিয়াছে, তাহাই সব্বত্র পজিত হইয়া থাকে। সিংহাসনের গাত্রে খোদিত লিপি পাঠে জানা যায় যে, ছিন্দবংশীয় কোন রাজা এই মাত্তি ও সিংহাসন নিম্নমাণ করিয়াছিলেন । মন্দিরের চতুঃপাবে স্তম্ভ পরম্পরায় বেষ্টনী নিমিত হইয়াছিল। অনেক সতম্ভেই খোদিত লিপি আছে। অধিকাংশ স্তম্ভই এক্ষণে ভগ্ন ও স্থানভ্রষ্ট হইয়াছে। মন্দিরের চারিদিক ক্ষুদ্র বহৎ স্তূপ ও চৈত্যের ধংসাবশেষে পরিপণ"। বুদ্ধগয়ার মাঠে তথাকার আবিস্কৃত বহলসংখ্যক বদ্ধমত্তি সযত্নে রক্ষিত হইয়াছে। এই বদ্ধমত্তি, স্তুপ ও কারকোর্যময় মন্দির এবং বেষ্টনীমধ্যে যাগ যুগান্তরের শিল্পসাধনামত্তি পরিগ্রহ করিয়া রহিয়াছে।
পাতা:বৌদ্ধ-ভারত.djvu/১১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।