পাতা:বৌদ্ধ-ভারত.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।

১২২ বৌদ্ধ-ভারত বিশেষরূপ ভাবব্যঞ্জক। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য প্রভৃতি রিপগণকর্ত্তক আক্রান্ত হইয়াও বহুদ্ধ গভীর ধ্যানে নিমগ্ন আছেন। তাঁহাব মন শান্তিব যে আলোকময় বাজ্যে বিরাজিত, ভিক্ষার্থী ভগবান, বন্ধের সম্ম,খে মাতা ও পত্র (খোদিত মূর্ত্তি) প্রলোভন তথায় প্রবেশ করিতে পারে না। কাম পরমা সুন্দরী নারীমহূর্ত্তি ধারণ করিয়া, মোহ দানববেশে, মদ, মাৎসর্য প্রভৃতিও নানা