পাতা:বৌদ্ধ-ভারত.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় জ্যোতিষ ও অণ"যুৰ্বেদ জ্যোতিষ অতি প্রাচীনকালে ভারতবষে যে সকল বিদ্যা আলোচিত হইত জ্যোতিষ ও আয়বেদ তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। বৈদিক যাগের জ্যোতিষীরা অবিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মগশিরা, আদ্রা, পনব্বস, অশেলষা, মঘা, পৰবৰ্যাগনী, উত্তরফাল্গনী, হস্তা, চিত্রা, সাতি, বিশাখা, অনরোধা, জ্যেষ্ঠা, মলা, পর্বোষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রাবণা, ধনিষ্ঠা, শতভিষা, পর্বেভাদ্রপদা, উত্তরভাদ্রপদা ও রেবতী এই সাতাসটি গ্রহমণ্ডলে চন্দ্রের পথিবীপ্রদক্ষিণপথকে বিভক্ত করিয়াছিলেন । সর্যের ককট ও মকরক্লান্তি-প্রয়াণ প্রভৃতি তথ্য সেই অতীতকালের জ্যোতিষীরা লক্ষ্য করিয়াছিলেন। পর্যবেক্ষণের ফলে আরও বহন জ্যোতিষশাস্ত্রের তথ্য তাঁহারা অবগত হইতে পারিয়াছিলেন। বৈদিক ও বিজ্ঞানযগের কোন জ্যোতিষ-গ্রন্হ পাওয়া যায় না। এক্ষণে প্রাচীনতম যে সকল জ্যোতিষ-গ্রন্হ পাওয়া যায় সেই সমস্ত বৌদ্ধযাগই রচিত হইয়াছিল। হিন্দলেখকগণের রচনামধ্যে বৌদ্ধযাগের অষ্টাদশখানি সিদ্ধান্ত বা জ্যোতিষ-গ্রহের উল্লেখ রহিয়াছে। ঐ সকলের অধিকাংশই এক্ষণে পাওয়া যায় না। ঐ সিদ্ধান্তগুলির নাম ঃ— (১) পরাশর সিদ্ধান্ত (১০) মরীচি সিদ্ধান্ত (২) গগ ” (১১) মন, ” (৩) ব্ৰহ্ম ” (১২) অঙ্গিরস ” (৪) সায্য ” (১৩) রোমক ” (৫) ব্যাস ” (১৪) পলিশ ” (৬) বাঁশঠ ” (১৫) চ্যবন ” (०) उर्भाध ” (১৬) যবন ” (৮) কশ্যপ ” (১৭) ভূগর ” (৯) নারদ ” (১৮) সোম ”