পাতা:বৌদ্ধ-ভারত.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অস্টম অধ্যায় bた。 ধমান শাসক, সাবাথ-চিন্তক, সব্বীকৃত্যকার ও বিনিশ্চয়ামাত্য এই সকল মন্ত্রিপদে ব্রাহ্মণজাতীয় লোক নিযুক্ত হইতেন।” পরোহিতপদ সাধারণতঃ বংশগত ছিল । রাজার সহিত পরোহিতের কুলক্ৰমাগত প্রীতির বন্ধন থাকত। জাতকে দন্ট পরোহিতের কথা আছে। “পাদকুশল-মানব” জাতকে দেখা যায় প্রজাপীড়নে পরোহিতই রাজার দক্ষিণ হস্তস্বরপ ছিলেন। of Afgʊ oszŲ RITH ZERS ( Banker or Treasurer) পদও বংশানুগ ছিল । রাজকীয় শ্রেষ্ঠীরা সম্ভবতঃ রাজ্যের আয়-ব্যয়সংক্রান্ত সমস্ত কায্যে রাজাকে সাহায্য করতেন। রাজকোষে অর্থের অভাব হইলে রাজাকে ঋণও দিতেন। তাঁহাদিগকে রাজদরবারে উপস্থিত থাকিতে হইত। “গ্রাম-ভোজক” কমচারীর সহিত সেকালে পল্লীবাসীদিগের বিশেষ ঘনিষ্ঠতা ছিল। এই কমচারীই পল্লীর শাস্তি রক্ষা করিতেন । দস্যতসকরের হাত হইতে পল্লীবাসৗদিগকে রক্ষা করা ইহার কত্তব্য ছিল। গ্রাম-ভোজক পল্লীবাসীদের নিকট হইতে রাজকর আদায় করিতেন। স্থানে স্থানে এই কমচারী অত্যাচারী হইতেন ; তখন রাজা ইহাকে কম"চ্যুত করিতেন । “খরবর” জাতকে এইরুপ এক দষ্ট রাজকর্মচারীর বিবরণ বর্ণিত আছে। ঐ কর্মচারী দস্যদের সহিত মিলিত হইয়া তাহাদের দ্বারা গ্রাম লাস্টন করাইত। ইহার কুকীৰ্ত্তি রাজার কর্ণগোচর হইলে তিনি তাহাকে পদচ্যুত করিয়াছিলেন । সেকালে রাজকর্মচারীর পল্লীবাসীদের বিবাদের মীমাংসা করিতেন। গ্রাম-ভোজকেরাই নিম্নতম বিচারক ছিলেন। কোন ব্যক্তি উৎকট অপরাধ করিলে ‘বিনিশ্চয় মহামাত্র” নামধেয় কমচারীরা তাহার বিচার করিতেন। ইহাদের বিচারে যাহারা নিন্দোষ প্রতিপন্ন হইত তাহারা মুক্তি পাইত। কিন্ত যাহারা অপরাধী সাব্যস্ত হইত তাহাদিগকে “ব্যবহারক” নামধারী কমচারীর নিকট পাঠান হইত। ব্যবহারিকদের উপর যথাক্রমে সত্ৰধার, অস্টকুলক (আটকুলের লোক Ü