ᏌᏬ বৌদ্ধ-ভারত ইহারা নানা কারকোষ"-খচিত পাদকো এবং নানাপ্রকার দ্রব্য তৈয়ার করিত। (৬) কুম্ভকার—ইহারা গহস্থের নিত্য ব্যবহায্য থালা, বাটী, বাসন প্রভৃতি নানাপ্রকার বসত্য প্রস্তত করিত এবং সময়ে সময়ে ঐ সকল দ্রব্য ফেরি করত। - (৭) গজদন্ত শিল্পী—ইহারা নিত্য ব্যবহায্য নানা জিনিষ এবং বহল মল্যবান কোন কোন দ্রব্য নিম্নমাণ করিত। (৮) কাপড়ে রঙ করার কার্য্য—তাঁতীরা যে কাপড় তৈয়ার করিত এক শ্রেণীর শিল্পী সেই সকল কাপড় নানারঙে রঙীন করিয়া দিত । (৯) মণিকর—ইহারা মণিমাণিক্য দ্বারা নানা আকারের অলঙ্কার নিম্মাণ করিত। শাক্যত্বপে সেকালের বহুপ্রকারের রত্নালঙ্কার পাওয়া গিয়াছে । (১০) মৎস্যজীবী—ইহারা নদীতে মৎস্য ধরিয়া বিক্রয় করিত। সমুদ্রে মৎস্য ধরিবার কথা প্রাচীন সাহিত্যে কোন স্থানে দন্ট হয় না। (১১) কসাই—প্রাচীন গ্রন্হে কসাইখানার উলেখ আছে । (১২) ব্যাধ ও শিকারী—ইহারা বন্য প্রাণী বধ করিয়া এবং নানাপ্রকার উদ্ভিজ্জ সংগ্ৰহ করিয়া সেই সমস্ত বিব্রুয়াথ নগরে লইয়া আসিত । (১৩) সাপকার ও মোদক—এই শ্রেণীর লোক জন-সংখ্যায় বহন ছিল । (১৪) ক্ষৌরকার—ইহারা দলবদ্ধ হইয়া বাস করত । ইহারা নানাপ্রকার সুগন্ধি দ্রব্যের ব্যবসায় করিত এবং ধনীদের সশোভন শিরস্ত্রাণ সসজিত করিয়া দিত। (১৫) মালাকর ও পম্পে-বিক্লেতা। (১৬) নাবিক—ইহারা বড় বড় নদী ও সমুদ্রে নৌ-চালনা করিত। (১৭) বড়েী-নিমাতা।
পাতা:বৌদ্ধ-ভারত.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।