পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী *७०२ অংশীদারদিগের মধ্যে কেহ ব্যক্তিগতভাৰে কোন কর্মচারীকে " কোনপ্রকার স্ববিধ বা প্রশ্রয় দিতে পরিবেন না। তাহাতে वछांछ कईकांग्रैौ८मब्र भान शिश्नांछांटवब्र (jealousy ) ऋ? इदेब्र কারবারে বিশৃঙ্খলা আনিতে পারে। যোগ্যতাসম্পন্ন, কৰ্ম্মঠ ও বিশ্বস্ত কৰ্মচারীকে তাহার কার্ধ্যের জন্য পুরস্কার কিংবা বেতন বাড়াইয়া দেওয়া চলিতে পারে, কিন্তু তাহাকে অন্তান্ত কৰ্ম্মচারীর উপর প্রভূত্ব করিতে দেওয়া কিছুতেই উচিত নহে । অবশু যদি উক্ত কৰ্ম্মচারী কারবারের ম্যানেজার হন তবে স্বতন্ত্র কথা । অনেক সময় এক ব্যৰসায়ীর কৰ্ম্মচারী সমব্যবসায়ী অন্ত একজনের সহিত তাহদের মনিবের কারবার-পরিচালন-নীতি সম্বন্ধে গল্প করিয়া থাকে । অনেক ফার্শ্বের তাগাদাকারী কৰ্ম্মচারীরা ( Bill-collectors ) খরিদ্ধারের নিকট হইতে নিজেদের প্রয়োজনে কখনও কখনও টাকা হাওলাত লইয়া থাকে। এই উপকারের প্রত্যুপকারে তাহারা উক্ত খরিদ্ধারের নিকট মনিবের প্রাপ্য টাকা আদায় করিতে অযথা বিলম্ব করে। ঐ সমস্ত কৰ্মচারীরা খরিদ্ধারের নিকট হইতে পূজার সময় কিংবা চৈত্রমাসে পাৰ্ব্বণী আদায় করিয়া থাকে। জমিদারী সেরেস্থার কৰ্ম্মচারিগণেরও এইভাবে বেশ কিছু উপরি পাওনা হয়। জমিদারের প্রাপ্য টাকার জন্য কোন দেনদারের সম্পত্তি নীলাম-ৰিক্রয় হইতে থাকিলে কৰ্ম্মচারীরা দেনদারের নিকট দু’পয়সা লইয়া সময় প্রদান করিয়া থাকে। এমন কি, কৈফিয়ত দেওয়ার আশঙ্কা না থাকিলে অনেক স্থলে নীলাম খারিজ করিয়াও দেয়। + বড় বড় মার্চেন্ট অফিসে অপরাপর প্রতিদ্বন্ধী (rival ) কোম্পানীর রীতিমত মাহিনী-করা গোয়েন্দা ( Informer ) থাকে.। তাহারা নিজের আফিসের সংবাদ অন্ত প্রতিদ্বন্ধী জাফিসকে দেয় । মোটর-কোম্পানীগুলিতেই এই জাতীয় গোয়েন্দার সংখ্যা খুৰণী ।