পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী ృes ভ্রাতুষ্পত্র দেশ হইতে কলিকাতায় আসে। তাহাকে উক্ত ব্যবসায়ী । নিজের কারবারের মধ্যে কোন প্রকার কাজকৰ্ম্ম শিক্ষা করিতে না দিয়া একখানি কড়াই, একটি চুল্লী, ও নগদ চারি জানা পয়সা পূজি দিয়া, উহার দ্বারা ছোলা, বুট খরিদ করিয়া, তাহা ভাজিয়া ফেরী করিতে উপদেশ দিলেন। আমার জনৈক বন্ধু উক্ত ব্যবসায়ীকে জিজ্ঞাসা করিলেন, “আপনার লক্ষ টাকার কারবার, কত কত লোক সেখানে কাজ করিতেছে, আপনার ভ্রাতুষ্প ত্রকে তাহাতে কোন কাজে নিযুক্ত না করিয়া এরূপ উদ্ধৃবৃত্তি করিতে দিলেন কেন ?” ব্যবসায়ীটি উত্তর দিলেন,—“আজ যদি উহাকে নিজের কারবারের মধ্যে নিই, তবে এই সমস্ত টাকা-কড়ি দেখিয়া উহার মাথা বিগড়াইয়া যাইবে । কষ্টসহিষ্ণুতাও শিখিবে না কিংবা টাকার দরদও বুঝিবে না। বরং খরচপত্রে অমিতব্যয়ী হইয়া পড়িবে। উহাকে চারি আনা পুজি দিয়া ভু জা ফেরী করিতে দিয়া আজ। আনায় যদি উহার ১০ লাভ হইয়া ১ পয়সা পুজি দাড়ায়, তবে উক্ত লাভকে সে গায়ের রক্ত স্বরূপ মনে করিবে । এইভাবে যখন তাহাকে অর্থ সঞ্চয়ের নেশায় পাইয়া বসিবে, মিতব্যয়িতার শিক্ষালাভ হইবে, তখন তাহাকে গামছা কিংবা অন্যান্য জিনিয ফেরী করিতে দিয়া পরে এই কারবারে.লইব ।” অ-বাঙালীরা বালকদিগকে এইভাবে শিক্ষা দিয়া কষ্ট-সহিষ্ণু ও মিতব্যয়ী করিয়া তোলে। কিন্তু বাঙালীর রীতি-নীতি ইহার সম্পূর্ণ বিপরীত ।