পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী $89. দিকে লক্ষ্য করে ? পিতৃপুরুষের প্রকাও লম্বা দালান ভাগবঁাটোয়ারা করিয়া এক এক স্বরিক এক এক অংশে বাস করে ; ছাদ সরকারী । বর্ষার দিনে ফাট ছাদ দিয়া জল পড়ে, সকলেই কষ্টে দিন যাপন করে, কিন্তু সরকারী তহবিলে টাকা নাই, সরকারী ছাদও মেরামত হয় না । যদি কেহ নিজের অংশ নিজের ব্যয়ে মেরামতের চেষ্টা করে, অপর স্বরিক তাহাতে বাধা দেয়। অজুহাত—একজনের ছাদ মেরামত হইলে অন্যের ছাদে আরও বেশী জল পড়িবে। একজনে স্বথে বাস করিবে, অপরে কষ্ট পাইবে, এ জাতীয় হিংসাও ইহার মধ্যে আছে। কাজেই বহু স্বরিকের গৃহে জন্মগ্রহণ করা যে একটা অভিশাপ— ইহা অস্বীকার করা যায় না। কোন প্রজা বা খাতকের নামে আদালতে নালিশ হইলে, স্বরিকগণের কেহ হয়তো প্রজার পক্ষ অবলম্বন করিয়া তাহার নিকট কিছু ঘুষ লইয়া সমস্ত মামলাটি নষ্ট করিয়া দেন। কোন কৰ্ম্মচারীর কাজের হিসাব-নিকাশ দাবী করা হইলে কোন স্বরিক তাহার পক্ষাবলম্বনে তাহাকে হিসাব-নিকাশের দায় হইতে রেহাই দেন । অবিভক্ত যৌথ-সম্পত্তির স্বরিকগণের মধ্যে এ জাতীয় বহু প্রকার অনাচার চলে এবং তাহাতে যৌথ-সম্পত্তি ধ্বংস হয়। মপ্ৰ্যবিত্ত-সম্প্রদর্ণন্ন পল্লী-অঞ্চলে ই হারাই বেশী হতভাগ্য । ইহাদের মধ্যে বেকারেরসংখ্যাও অত্যধিক । এই সম্প্রদায়ের লোকের কাহারো জমী-জমাও বিশেষ নাই, চাকুরী-বাকুরীও বড় নাই। ই হারা না পারেন জন খাটিতে, না, পারেন ভিক্ষা করিতে। ইহাদের মধ্যে যাহাদের দু'দশ বিঘা ৷ থাস-জমী আছে তাহ চাষীকে ভাগে দিয়া ফসলের অর্ধেক মাত্ৰ পাইয়া খাকেন। কাহারও নিষ্কর ব্রন্ধোত্তরের দু’চার ঘর প্রজা থাকিলে