পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Šes - * ব্যবসায়ে বাঙালী বিক্রয় করে। তেলী-সম্প্রদায়ের ২৪ জন তাহাদের কাহারও আত্মীয়: স্বজনের তেল-কলে মিস্ত্রিগিরি ও অন্যান্য কাজ করে। ইহাদের চাষআবাদ করার মত জমিজমা নাই। ইহারাও মধ্যবিত্ত ভদ্র-সম্প্রদায়ের মত এক রকম বেকার অবস্থায় দাড়াইয়াছে। যদিও ইহারা নিম্নস্তরের কোন কাজ পাইলে করিতে পারে, কিন্তু কাজ কোথায় ? কাজেই ইহাদের অবস্থাও বড়ই শোচনীয়। ఇR=S-రాకాబ్రడాtడ్గా কৃষিজাত ফসলের দর অত্যন্ত হ্রাস পাইয়াছে, কিন্তু জমির খাজনা একই প্রকার আছে । এই সম্প্রদায় জমিদার-মহাজনের নিকট ঋণজালে জড়িত। অনেকের জমি-জমা ঋণের দায়ে বিক্রীত হইয়া গিয়াছে । ইহাদের পেটে ভাত নাই, পরণে বস্ত্র নাই। বস্ত্রের মধ্যে গামছা লজ্জ-নিবারণের একমাত্র সম্বল। কুড়েঘরে ইহাদের বাস, তাহাও আবার অর্থাভাবে মেরামত হয় না। বর্ষার দিনে জল পড়িয়া ঘর ভাসিয়া যায়। ইহাদের শীতের দিনে শীতবস্ত্র নাই, ঐ সময়ে রাত্রিকালে খড়-বিচালী গায়ে ঢাকা দিয়া নিদ্রা যায় । কেহ বা শয্যার পাশে আগুন রাখিয়া শয়ন করে । সমস্ত দিন জন খাটিয়া রোজগার মন্ত্র তিন আনার পয়সা । তাঁহাই পরিবার-প্রতিপালনের সম্বল। গৃহে আসবাবপত্র বলিতে মাটির কলসী, হাড়ি শান্‌কি, ডিস, ভাড়। এই শ্রেণীর শিক্ষা ও সংস্কৃতি বলিয়া কিছুই নাই। রোগ হইলে ফকির-প্রদত্ত জলপড়া, মাটিপড়া ইহাদের ঔষধ। রোগের পথ্য ভিজাভাত, নৃণ, লঙ্কা— তাহাতে যে বঁাচে যে মরে । বৰ্ত্তমান সভ্যজগতে ইহাদের মানুষ না । বলিয়া মশা, মাছি, ছারপোকার মত একটা জীব বলিলেই বোধ হয় শোভা পায়। যতপ্রকার অখাদ্য-কুখাদ্য খাইয়া এবং ম্যালেরিয়ায় ভুগিয়া । এদের দেহ অস্থিচৰ্ম্মসার। ভারতের অন্যান্ত প্রদেশে যে গরীব নাই ।