পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী Yos ধদি বা ইহার কোন সার্থকতা থাকে, তথাপি দেশের বেকার-সমস্তা সমাধান করিয়া, আর্থিক উন্নতির চেষ্টা করাই আমাদের প্রধান কৰ্ত্তব্য । দেশে অর্থ-স্বচ্ছলতা থাকিলে, জনহিতকর কোন কাজই আটুকাইয়া থাকে না । ডাক্তার রাসবিহারী ঘোষের দানে, ‘যাদবপুর ট্রেণিং স্কুল’ স্থাপিত হইয়াছে, এবং কলিকাতায় বৈজ্ঞানিক রিসার্চ সম্বন্ধে আরও দুই একটি প্রতিষ্ঠান হইয়াছে শুনিয়াছি, কিন্তু অর্থাভাবে উহাতে কোন কাজ হইতেছে না। বাংলার দানশীল ব্যক্তিরা যদি কোন নির্দিষ্ট শিল্প আবিষ্কারের জন্য পুরস্কার ঘোষণা করিয়া বিশ্ববিদ্যালয়ের হাতে অর্থ দান করেন, তাহা হইলে বাংলায় শিল্প-আবিষ্কারের পথ প্রশস্ত হইতে পারে।