পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে बां७ॉलौ »ፃow ইংরেজ জাতি কখনও ব্যবসায়ক্ষেত্রে কাহাকে ঠকাইয়া লাভ করিতে চায় না। কোন মালের অর্ডার লইয়া খারাপ বা ভেজাল মাল সরবরাহ:ইহা ইংরাজ ব্যবসায়ীদের প্রকৃতি-বিরুদ্ধ। এই জন্যই অন্যান্য সকল জাতি অপেক্ষা ব্যবসায়ক্ষেত্রে ইংরাজদের স্বনাম বেশী। আর আমাদের শিক্ষিত বাঙালী-সম্প্রদায় কি করেন ? যাহারা ব্যবসায় আরম্ভ করিয়াছেন, র্তাহার লোককে ঠকাইয়া কি উপায়ে দু’পয়সা লাভ করিবেন, এই উপায় উদ্ভাবনেই সৰ্ব্বদা সচেষ্ট । এই জন্যই শিক্ষিত বাঙালীর কোন ব্যবসায়ে জনসাধারণের বিশ্বাস নাই । এই কলিকাত সহরে শিক্ষিত বাঙালী-বাবুরা কতকগুলি বিবাহ মৃত্যু-ইন্‌সিওর কোম্পানী খুলিয়া পল্লী-গ্রামের কত দরিদ্র অনাথ বিধবার যে সৰ্ব্বনাশ করিয়াছেন তাহার ইয়ত্তা নাই। বর্তমান বেকার-সমস্তার দিনে লোককে চাকুরী দিবার প্রলোভন দেখাইয়া একদল লোক (ইহারাও শিক্ষিত-সম্প্রদায়)মিথ্যা আফিস খুলিয়া লোকের নিকট হইতে টাকা ডিপজিট লইয়া কত লোককে যে ঠকাইতেছেন, দৈনিক সংবাদপত্রের আইন-আদালত'এর পাতা খুলিলেই তাহ দেখা যায়। আইনকে ফাকি দিয়া সাধারণ লোককে ঠকাইবার অভিনব ফন্দি শিক্ষিত লোকের মাথায় যত আসে, অশিক্ষিত লোকের মাথায় তাহার শতাংশের একাংশও আসে না । আর সভ্যতার চাল-চলন, অভাব-অভিযোগের মাত্রা যত বেশী বৃদ্ধিপাইতেছে, প্রতারণার বিচিত্র বিচিত্র কৌশলও যেন তত বেশী আবিষ্কৃত হইতেছে। বর্তমান শিক্ষার দণন শুনিতে পাই, রাষ্ট্র-চেতনা (political consciousness) sffr আমাদের বর্তমান শিক্ষার একটা বিশিষ্ট দান। তা’ হ’বে। কিন্তু যখনই দেখিতে পাই, ভারতের অন্যান্ত প্রদেশের রাষ্ট্র-নেতাগণ নিজ