পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{্যিবসায় বাঙালী * Los S&ఆ (ဍါ ੋਗ শেয়ার মার্কেটে কাজের স্ববিধা হয় না । শেয়ার মার্কেটে যাহারা অভিজ্ঞ বড় বড় ব্যবসায়ী, প্রথমতঃ তাহাদের নিকট থাকিয়া কিছুকাল কাজ শিক্ষা করিতে হইবে । যাহার অন্ততঃ পাঁচ হাজার টাকা মূলধন বাহির করিতে সক্ষম, তাহাদের পক্ষে শেয়ার মার্কেটে কাজ করা মন্দ নহে। এই ব্যবসায়ে মূলধন যত বেশী হয় ততই সুবিধা । অ-বাঙালীদিগের মধ্যে শেয়ার মার্কেটে অনেক কোটীপতি ধনীও আছে। পাঁচ হাজার টাকা মূলধনে শেয়ার মার্কেটে কাজ আরম্ভ করিলে, এবং অতিরিক্ত লোভের বশবৰ্ত্তী না হইলে গড়ে বারমাসে বারশত টাকা উপার্জন করা চলে। কখনও বা ইহার বেশীও হইতে পারে । এই ব্যবসায়ে আফিস, গদী, গুদাম বা কৰ্ম্মচারীর কোন আবশুকতা নাই, আফিসের ন্যায় ১০টা ৫টায় ইহার কাজ । ইহাতে লাভেরও যেমন সম্ভাবনা, না বুঝিয়া ক্ষমতার অতিরিক্ত কাজ করিতে গেলে তেমনি ইহাতে লোকসানের আশঙ্কাও যথেষ্ট । তজ্জন্ত .ইহাতে অভিজ্ঞতা সঞ্চয় বিশেষ প্রয়োজন । বেশী লাভের আশায় ক্ষমতার অতিরিক্ত কাজ করিতে গিয়া শেয়ার মার্কেটে অনেককে একেবারে সৰ্ব্বস্বাস্ত হইতে দেখা গিয়াছে । কারণ এই ব্যবসায়ে প্রথম প্রথম যাহারা কিছু উপার্জন করে, তাহাদের লালসা এত বাড়িয়া যায় যে, অনেক সময় লোকসানের কথা আর তাহাদের মনেই থাকে না। শেয়ার মার্কেটে ব্যবসায় করিতে হইলে মূলধনের টাকা ব্যান্ধে জমা রাখিয়া চলতি হিসাব (current account) খুলিতে হয়। যখন যে শেয়ারের বাজার-দর কম থাকে, তাহার কিছু কিছু শেয়ার খরিদ করা উচিত। এক প্রকারের শেয়ার বেশী । খরিদ না করিয়া বিবিধ প্রকারের শেয়ার খরিদ করা ভাল । ইহাতে । সুবিধা এই যে, পাচ রকমের শেয়ার খরিদ থাকিলে, হয়ত কোনটির