পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Soo ব্যবসায়ে .# দর হ্রাস হইল এবং কোনটি চড়িয়া গেল, তাহাতে ষোল"মানা লোকসানের আশঙ্কা থাকে না । কোন সময় শেয়ার খরিদ করিয়া টাকার অভাব হইলে, ব্যাঙ্ক উক্ত শেয়ার বন্ধক রাখিয়া শতকরা ৫।৬ টাকা স্বদে শেয়ারের বাজার-দরের ৭০।৭৫২ টাকা ধার দিয়া থাকে। " ব্যাঙ্কের নিকট এই ভাবে টাকা প্রাপ্তির স্ববিধা থাকায়, অনেকে পাচ হাজার টাকা মূলধনে ২০২৫ হাজার টাকার শেয়ার খরিদ করিয়া বসে । কিন্তু ঐক্লপ দুঃসাহস করা উচিত নহে। অনেক সময় উহাই ধ্বংসের কারণ হইয়া পড়ে। কারণ যদি শেয়ারের মূল্য হ্রাস হইতে থাকে, তাহা হইলে, যে পরিমাণে দর হ্রাস হইবে, শেয়ার ক্রেতার সে পরিমাণ টাকা ব্যাঙ্ককে পূরণ করিয়া দিতে হইবে। নতুবা লোকসানের আশঙ্কায় ব্যাঙ্ক যে-কোন দরে উহা বিক্রয় করিয়া নিজেদের প্রদত্ত টাকা সুদ-সমেত ওয়াশীল করিয়া লয়। ব্যাঙ্ক যখন বন্ধকী শেয়ার এইভাবে বাজারে বিক্রয় করে, তখন উহার বাজার-দর আরও কমিয়া যায় । ইহার ফলে শেয়ার মার্কেটে অনেক ব্যবসায়ীকে সৰ্ব্বস্বাস্ত হইতে হয় । যাহারা এই সকল কম দরের শেয়ার খরিদ করিয়া রাখিতে পারে, তাহারাই পরে বেশ লাভ করিয়া থাকে। ব্যাঙ্কের নিকট শেয়ার বন্ধক রাখিয়া কাজ করিতে হইলে এমন অর্থবল থাকা আবশ্বক, যাহাতে শেয়ারের মুল্য হ্রাস পাইলেও, ব্যাঙ্ককে হ্রাসমূল্য প্রদানে যতদিন ইচ্ছা শেয়ার ধরিয়া রাখা চলিতে পারে। সে ক্ষমতা না থাকিলে শেয়ারের কারবারে ধ্বংস হইতে হইবে । এই কারণে শেয়ার মার্কেটে কাজ করিতে গেলে অল্প মূলধনে অতিরিক্ত লাভের আশা করা কখনই উচিত নহে। বড় বড় ব্যবসায়ীদের বাড়ী-ঘর, সম্পত্তি থাকে, তাহারা উহা সাময়িকভাবে ব্যাঙ্কের নিকট বন্ধক রাখিয়া ৪ আগু