পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పెఏ ব্যবসায়ে বাঙ করিয়াও বাজারে কম দরে বিক্রয় করিয়া সাধাঞ্জক ঘাড়া দেন। তাহাতে অন্যান্য সকলে যখন কম দরে শেয়ার বিক্রয় করে, তখন ঐ সমস্ত শেয়ার মন্সের হাত দিয়া পরোক্ষভাবে তাহারাই খরিদ করিয়া থাকেন। তেমনি আবার ঐ সমস্ত শেয়ার বিক্রয়ের দরকার হইলে উক্ত ব্যবসায়ীরা চড়া রে সাধারণের নিকট হইতে কিছু শেয়ার নিজেরা খরিদ করিয়া বাজারে একটা হুজুগ স্বটি করিয়া পরোক্ষভাবে নিজেদের শেয়ার দালাল দিয়া বিক্রয় করেন । চতুর ব্যবসায়ীরা ইহাতে ভীত হয় না। কিন্তু যাহারা বাহিরের লোক, লাভ করিবার উদ্দেশ্বে সময় সময় কিছু শেয়ার খরিদ করিয়া রাখে, তাহারাই কেবল তখন হুজুগে পড়িয়া খরিদ-বিক্রয় করে। এই ভাবে শেয়ার মার্কেটে বাজার-দরের হ্রাস-বৃদ্ধি প্রত্যেক দিনই চলিতেছে । কলিকাতা এবং মফঃস্বলের অনেক অর্থশালী লোক কেহ ডিভিডেও, ভোগ করিতে, কেহ বা লাভ করিবার উদ্দেশ্যে শেয়ার খরিদবিক্রয় করেন। ঐ সমস্ত গ্রাহক জুটাইয়া খরিদ-বিক্রয় করিতে পারিলে তাহাতে শেয়ার প্রতি V • আনা হইতে • আনা পৰ্য্যন্ত দালালী লাভ হয়। মোট কথা, নিজের ক্ষমতাচুযায়ী হিসাব করিয়া কাজ করিতে পারিলে, শেয়ার-ব্যবসায়ে লাভ ছাড়া লোকসান হয় না । বৰ্ত্তমানে ইহার অবস্থা অবশ্ব খুব শোচনীয়। এজেন্সী ব্যবসায়—কলিকাতায় অনেক কোম্পানী আছে, যাহার দেশের সর্বত্র এজেণ্ট নিযুক্ত করিয়া তাহাঁদের মাল বিক্রয় করে। এজেণ্টের নিকট যত টাকার মাল মজুত রাখা আবশ্বক, সেই পরিমাণ টাকা ডিপজিট লইয়া এজেন্স দেওয়া হয়। কোম্পানী নিদিষ্ট হারে উক্ত টাকার সুদ প্রদান করে। ফুল বিক্রয় হইলে কোম্পানীর নির্ধারিত তারিখে কমিশন বাদ দিয়া মূল্য শোধ করিতে হয়।