পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• U दखांलौ o G تت - ব্যবসায়ু ইম্পিরিয়াল টোবাকো কোংর ভারতের সর্বত্র এে আছে। ইহাদের সিগারেট সৰ্ব্বজুই ক্ রে বিক্র হয় । মাল পাঠাইতে প্ৰতিমণে ১০২ টকা মাশুল লাগে, তথায়ও যে আবার ১২ টাকা মাশুল লাগিলেও সেই একই দরে মাৰু বিক্রয় হইবে। টাকা ডিপজিটু সম্বন্ধে এই কোংর বিশেষ কোন নিয়র্ণ নাই। অভর্ণর অনুযায়ী মালের মূল্য নগদ দিলেই চলে। মাল পাঠাইবার মাশুল কোম্পানী দিয়া থাকে । ইহারা গুদামভাড়া বা অন্ত কোন খরচ দেয় না । ইহাদের মালের তারতম্য অনুসারে শতকরা ৫২, ৭০ ও ১৯২ টাকা কমিশন থাকে । কলিকাতা ১৮নং ষ্ট্রাওরোডের ইম্পিরিয়াল কেমিক্যাল ইনডাষ্ট্রীজ কোং সোডা, জমির সার, বিস্কুট, লজেনচুষ, ভেজিটেবল, গুলি, বারুদ প্রভৃতি বহুবিধ মাল বিক্রয়ের এজেন্সী দিয়া থাকে। ইহাদের বিভিন্ন মালের কমিশন বিভিন্ন প্রকার। পৃথিবীর সর্বত্রই এই কোং’র মাল বিক্রয় হয়। পূৰ্ব্বে একই প্রকার মাল বিভিন্ন কোং কর্তৃক প্রস্তুত হইত এবং পরস্পরের মধ্যে প্রতিযোগিতা চলিত। তজ্জন্ত গত ১৯২৬ সালে ইম্পিরিয়াল ইনডাষ্ট্রীজ কোং গঠিত হইয়া সমস্ত কোং’র মাল এই কোং কর্তৃক বিক্রয় হইয়া প্রতিযোগিতা বন্ধ করা হইয়াছে। ইহঁীদের দর সর্বত্র এক প্রকার নহে। ইম্পিরিয়াল টোব্যাকো কোংও ঠিক এই ভাবে গঠিত। ইংরাজ ব্যবসায়ীরা যখনই দেখিতে পায় যে, বিভিন্ন কোং স্বাক্টর ফলে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা চলিতেছে, তখনই তাহার এই জাতীয় প্রতিষ্ঠান গঠন করিয়া বাজার নিয়ন্ত্ৰণ করিয়া থাকে। ইহাতে প্রতিযোগিতা বন্ধ হইয়া সমস্ত কোম্পানীই লাভবান হয় । এই সমস্ত অভিনৰ কৌশল-আবিষ্কারের দ্বারা একচেটিয়া ব্যবসায় পরিচালন করিতে পৃথিবীর মধ্যে ইংরাজ জাতি অদ্বিতীয়। শুটকি চিংড়ীর ব্যবসায়—মফঃস্বলের কোন কোন স্থানে ধীৰর