পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

孔江電盈電奮事研T Re: কৃষ্ঠাঁকি চিংড়ীর চালানী ব্যবসা করে, তাহাদের নিকট উহা বিক্রয় }র চালানী ব্যাপারীরা উহা সিদ্ধ করিয়া রৌদ্রে শুকাইয় বস্তাবন্দী করিয়র্কেলিকাতায় আমড়াতলায় বোম্বেওয়ালার নিকট চালান করে। তাহারাই ঐ সমস্ত মাল রেজুনে প্রেরণ করে। ঐ সমস্ত বোম্বেওয়ালীদের বেঙ্গুনে আড়ত আছে । উক্ত মাছ বিক্রয় হইলে উক্ত অfড়তদার তাহাদের কলিকাতার অফিসে সংবাদ পাঠাইলে ব্যাপারীরা হিসাব করিয়া উহার মূল্য পায়। প্রথম দুই এক ক্ষেপে ব্যাপারীদের বেশ লাভ হয়, এবং সেই লোভে পড়িয়া তাহার। যখন বেশী বেশী মাল আমদানি কবে, তখন উক্ত আড়তদারগণ সংবাদ পাঠায় যে ভিন্ন স্থান হইতে মাল আমদানি হইয়া উহ। কম দরে বিক্রয় হইয়াছে । তাহাতে ব্যাপারীদেব লোকসান হয় । রেঙ্গুনে কি দরে এই সমস্ত মাল বিক্রয় হইতেছে, ব্যবসাযীবাতfহণব কোন সংবাদ জানিতে পারে না । আড়তদারের কথায় বিশ্বাস করিয়াই দাম লইতে হয় । ফলে এই সমস্ত অrড়তদারী কবিয়া বোম্বে ওয়ালাগণ ধনী হইয় পড়ে আর আমাদের দেশের হিন্দু মুসলমান বাপারীরা লোকসান দেয়। বাংলায় যদি লিমিটেড, আড়তদারী কোং স্থাপিত হয়, এবং রেঙ্গুনে ঐ সমস্ত কাজের জন্য উহার ব্রাঞ্চ স্থাপন করা যায়, তাহা হইলে বাংলার এই সমস্ত ব্যাপারীর বেশ দু’পয়সা উপার্জন করিতে পারে, এবং আড়তদার কোম্পানীরও বেশ লাভ হয় ।

ছোট ছোট চিংড়ি মাছ ধরিয়া তদঞ্চলের যে সমস্ত

সমাপ্ত