পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS ব্যবসায়ে বাঙালী ঋণের বোঝা ঘাড়ে লইয়া একদিন ঘরে ফিরিতে বাধ্য হইবে । কোন বাঙালী ব্যবসায়ীর একটি দোকান ভাল চলিতেছে দেখিয়া ঠিক তাহারই পাশে যদি সেই জাতীয় আর একটি কারবার অপর একজন বাঙালী ফাদিয়া বসেন, তাহাতে উভয়েরই লোকসান হইবে। লে-ক্ষেত্রে বিজ্ঞাপনের ছড়াছড়ি করিয়া, সস্তা দামের প্রলোভন দেখাইয়া, খরিদার ভাগাভাগি করিয়া লওয়া ছাড়া উপায় নাই। পুরাতন ব্যবসায়ী পূৰ্ব্বে কিছু লাভ করিয়া লওয়ায় কিছুকাল লোকসান সন্থ कब्रिग्रांe ििकया थाकिरङ भाद्र बर्टा, किड शिनि न्ऊन कब्रिज्ञ কারবার খোলেন, তিনি যদি কারবারের মাসিক খরচাটাও কারবার হইতে তুলিতে না পারেন, তবে অচিরেই তাহাকে কারবার গুটাইতে इब्रे । দেওয়ানী আদালতে সংবাদ লইলে জানা যায়, দেউলিয়া মোকদমার সংখ্যা কি ভাবে বাড়িয়া চলিয়াছে ! ইহা ব্যবসাক্ষেত্রে বাঙালীর উন্নতি-অবনতি সূচিত করে। বাংলাদেশে যেমন চাহিদার অতিরিক্ত পাট উৎপাদনের ফলে, পাটের দাম অতিরিক্ত হ্রাস পাইয়াছে, এমন কি, বর্তমান মূল্যে চাযের ব্যয়ও সস্কুলান হয় না, সেইরূপ যদি ক্রেতার সংখ্যার চেয়ে দোকানের সংখ্যা বৃদ্ধি পায়, তবে সকলেরই মূলধন পৰ্য্যস্ত नहे रुझेब्रा घांच्च ।