পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ , s ব্যবসায়ে বাঙালী না করিয়া কাহারও ব্যবসায়ে হাত দেওয়া উচিত নহে । এই অভিজ্ঞতা লাভ করিবার জন্য I, Com. B. Com. পাশ করিবার দরকার নাই। আমাদের সাধারণ বাঙালী ব্যবসায়ীরা যে ভাবে বাংলা খাতায় হিসাব রাখেন, তাহা শিক্ষা করিলেই যথেষ্ট। ইংরাজিতে হিসাব রাখা অপেক্ষা বাংলায় হিসাব রাখা সহজ। বাংলায় একমাত্র খাতা ও খতিয়ান রাখিলেই চলে। ইংরাজিতে হিসাব রাখিতে গেলে অনেকগুলি খাতার দরকার হয় এবং তাহাতে বেশী লোক না হইলে চলে না। আমাদের দেশে বাংলা হিসাব শিক্ষার কোন প্রতিষ্ঠান নাই। ইংরাজি হিসাব ‘বুককিপিং শিক্ষার জন্য অনেক স্কুল কলেজ কলিকাতায় আছে । তাহার কোন প্রয়োজন নাই । কলিকাতা এবং মফঃস্বলের অনেক ব্যবসায়ী কিংবা র্তাহীদের কৰ্ম্মচারীর নিকট বাংলা-হিসাব শিক্ষণ করা যায়। যদি কাহাকেও কোন ব্যবসায়ীর নিকট বিনা বেতনে বেগার খাটিয়া উহা শিক্ষা করিতে হয়, নিজে ব্যবসায় আরম্ভ করিবার পূর্বেই তাহা শিখিয়া লওয়া উচিত। নতুবা কোন ব্যবসারীর কৰ্ম্মচারীর নিকট দৈনিক দুই এক ঘণ্টা শিক্ষা করিলেও এক মাসের মধ্যেই মোটামুটি অভিজ্ঞতা সঞ্চয় হইবে । বাংলার সৰ্ব্বত্রই সে স্বযোগ আছে । ব্যবসান্ধীর সঙ্কীর্ণতা কোন কোন ব্যবসায়ী বিনা বেতনে সাময়িক সাহায্যকারী হিসাবেও এজাতীয় শিক্ষানবীশ লোক রাখিতে সাহস করেন না । ভয়, পাছে चिक्रांथांशं श्झेग्रां ॐ दाङि दादनांटग्न ऊँीशंद्र «ख्छिन्घैौ छ्हेग्न मैंiछांब्र ! बाबनाग्रेोब्र ५ उग्न इबरठ नन्थून डिखिशैन नग्न । किरू निकনবীশ ছাড়াও আজকাল সমস্ত ব্যবসায়ে যখন প্রতিদ্বন্দ্বীর লোকাভাব নাই, তখন ব্যবসায়ীদের এজাতীয় সংকীর্ণ মনোভাব পরিত্যাগ