পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী $ শিক্ষণ ও অভিভক্তভা আরও দু’একটি কথা জানিবার আছে। অনেক সময় চাষীরা পাট বিক্রয় করিবার পূৰ্ব্বে খরিদ্ধারের নিকট হইতে অগ্রিম বায়না গ্রহণ করিয়া মালের ওজন বৃদ্ধি করিবার জন্ত পাটে জল মিশাইয়া রাখিয়া দেয়। ঐ সমস্ত মাল যদি বুঝিয়া লওয়ার অভিজ্ঞতা না থাকে, তবে উহা বিক্রয়ে লোকসান হইবে। কাজেই যে-কোন কাজ আরম্ভ করিবার পূৰ্ব্বে অভিজ্ঞতা দরকার। অনেকে মনে কবেন ব্যবসায় করিতে আবার শিক্ষার কি আছে ? যে-দরে মাল খরিদ করিব, তাহার উপর কিছু মুনাফা রাখিয়া বিক্রয় করিব, ইহাতে শিক্ষণীয় কি থাকিতে পারে! এ ধারণ সম্পূর্ণ ভূল। ব্যক্তিগত অভিজ্ঞতা হইতে বলিতে পারি, আজ পচিশ বৎসর ব্যবসায় করিয়া, আজও এমন কথা জোব করিয়া বলিতে পারি না যে, আমি সকল বিষয়ে অভিজ্ঞ । এমন কি, আমি নিজে যে ব্যবসায় করিতেছি, তাহাতেও এখনো আমার শিক্ষণীয় অনেক আছে। মাসিক-পত্রিক। বাঙালীকে ব্যবসামুখী করিতে হইলে, বাংলা ভাষায় বাণিজ্যবিষয়ক একখানি মাসিক পত্রিকা বিশেষ আবশ্ব ক। ঐ পত্রিক যাহাতে বাংলার সর্বত্র প্রচার হয়, তাহার ব্যবস্থা করিতে হইবে । বাংলার সকল স্থান হইতে ব্যবসায় বিশেষজ্ঞ ব্যক্তিরা উহাতে প্রবন্ধ পাঠাইবেন । তাহা হইলে বাংলার কোন স্থানে কোন জিনিস উৎপন্ন হয়, এবং লে উৎপন্ন মালের কোথায় আমদানী-রপ্তানীর ব্যবসায় ভাল চলিতে পারে এবং কিভাবে ঐ ব্যবসায় করিলে লাভ হইবে, তাহা সাধ+ রণের মধ্যে প্রচারের স্ববিধা ঘটবে। এমন অনেক ব্যবসায় বাংলায় চলিতেছে যাহার মধ্যে কোন বাঙালী নাই। অ-বাঙালীর ঐ