পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী e९ २ञ९ क#ि ১৬২ নারিকেল هfbسحم २०९ श्ःि ७० গু: যোগেন্দ্র বিহারী রায় (গ্রন্থকারের কৰ্ম্মচারী) રહf I/• কৌং ৩/৪ o را تا আড়তদারের উক্ত ফৰ্মে ২৬৩৩টি নারিকেলের মধ্যে ২৩৬২টি বিক্রয় দেখান হইয়াছে । অবশিষ্ট ২৭১টির সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া জানা গেল যে, উক্ত নারিকেল—খরিদার, দালাল, কৰ্ম্মচারিগণের প্রাপ্য হইয়াছে। প্রথম দফায় যখন ১• • • নারিকেল ৪৫২ টাকায় বিক্রয় হয়, তখন আড়তদারী ও দান বাবতে ২॥০ টাকা কাটিয়া লইয়া ৪২০ টাকা ফর্দে কানাইলাল দাসের নামে জমা করা হইয়াছিল। কিন্তু কানাইলাল দাসের অনুপস্থিতিতে পরে যে সমস্ত নারিকেল বিক্রয় হইয়াছে, উহার আড়তদায়ী কাটিয়া লইয়া হিসাবে টাকা জমা করা হইয়াছে কিনা, তাহা হিসাব হইতে বুঝিবার কোন উপায় নাই। আড়তদার ২le/১০ টাকা যাহা ফর্দের মধ্যে আড়তদারী বলিয়া খরচ লিখিয়া লইয়াছেন, তাহার প্রতিবাদ করিবার জন্ত কানাইলাল তখন কলিকাতায় উপস্থিত ছিল না। কাজেই আড়তদার দয়া করিয়া যাহা দিবেন, ব্যাপারী তাহাই লইতে বাধা । কানাই দাসের উক্ত নারিকেল ৬৯ টাকায় খরিদ ছিল, এবং জাড়তদার কর্তৃক উহা ৭৯wy৫ টাকায় বিক্রীত হইয়া ৯L/e খরচ বাদে ৭•ve টাকা তাহার প্রাপ্য হইয়াছিল। মাত্র ১ly০ টাকা তাহার লাভ দেখা যাইতেছে। নৌকা ভাড়া, তিনজন লোকের যাতায়াত ১২-১৪ দিনের পথের খোরাকী ইত্যাদি ধরিলে তাহার লোকসান হইয়াছে। কাজেই আড়তদারের মারফতে মাল বিক্রয় করিয়া সুবিধা হয় না। যে নারিকেল প্রথমে প্রতিহাজার ৪৫২ টাকা দরে বিক্রয়