পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী .* = Wogo প্রস্তুতকারক কোম্পানী তাহাদের আবিষ্কৃত ঔষধের প্রচার বৃদ্ধির জন্ত ডাক্তারগণের নিকট কোম্পানীর অধিকাংশ শেয়ার বিক্রয় করিয়া থাকেন। আলোচ্য কোম্পানীরও ব্যাপারীর সংখ্যা বৃদ্ধির জন্য ঠিক ঐ উদ্দেশু লইয়া কাৰ্য্যে অগ্রসর হইতে হইবে। ব্যাপারীগণের সুবিধার প্রতি কোম্পানীর সর্বদা সাগ্রহ দৃষ্টি থাকিবে। অ-বাঙালী ব্যবসায়ীরা যেমন বাংলার যে-কোন অঞ্চলের উৎপন্ন মাল চাহিদা অনুযায়ী বাংলার ভিতরে এবং বাহিরে নানাস্থানে চালান করিয়া থাকে, আড়তদারকোম্পানীও তেমনি ব্যাপারীগণের চালানী মাল সেই সমস্ত স্থানের খরিদার সংগ্ৰহ করিয়া বিক্রয় করিয়া দিবেন এবং ব্যাপারীরা যাহাতে বেশী পরিমাণ লাভ করিতে পারে, সৰ্ব্বদা সে দিকে লক্ষ্য রাখিবেন । ব্যাপারীরা আড়তে যে-পরিমাণ মাল আমদানি করিবে, আড়তদারকোম্পানী উহার বাজার-মূল্য নিৰ্দ্ধারণ করিয়া শতকরা ১০।১৫২ টাকা হাতে রাখিয়া বাকী টাকা ব্যাপারীদিগকে অগ্রিম প্রদান করিবেন । ব্যাপারীরা উক্ত টাকার দ্বারা পুনরায় মাল খরিদ করিয়া আড়তে চালান দিবে। ব্যাপারীরা যদি কোম্পানীর আড়তে চালানী কাজ করিয়া সুবিধা পায়, তবে তাহারা উৎসাহের সহিত এই কাজ করিবে, তাহাতে সন্দেহ নাই। বাংলার যুবক-সম্প্রদায় যদি নিজের দেশে বসিয়া বাংলার উৎপন্ন সমস্ত মাল খরিদ করিয়া উক্ত আড়তদার-কোম্পানীর সাহায্যে বিক্রয় করিয়া লাভবান হইতে থাকে, তাহা হইলে অ-বাঙালী চালানী ব্যবসায়ীরা অবস্থা বেগতিক বুঝিয়া ক্রমশঃ দূরে সরিয়া পড়িতে বাধ্য হইবে । মালের বাজার-দর সব সময় এক থাকে না ; সৰ্ব্বদাই উহার হ্রাস-বৃদ্ধি হয়। তজ্জন্ত আড়তদার-কোম্পানী ব্যাপারীগণের মাল খরিদের সুবিধার জন্য যখনকার যে বাজার-দর, তাহ ব্যাপারীগণকে চিঠির দ্বারা জানাইয়া দিবেন। তাহা হইলে মাল খরিদ করিয়া ব্যাপারগণের লোকসানের আশঙ্কা থাকিবে না । ".